Ajker Patrika

কাউন্সিলর পদে ভোট চাইছেন বিএনপি নেতা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ১৭
কাউন্সিলর পদে ভোট চাইছেন বিএনপি নেতা

আসন্ন নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হতে মসজিদের মুসল্লিদের কাছে দোয়া চাইলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া বাইতুল ফালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতি গিয়ে তিনি মুসল্লিদের কাছে দোয়া চান।

এ সময় তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আমার নামে হেফাজতে ইসলামের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। দীর্ঘ ৬ মাস আমাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আপনাদের দোয়া আর ভালোবাসায় জামিনে মুক্ত হয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। কিন্তু দুঃখের বিষয় আমি ৭ দিনও আমার বাড়িতে থাকতে পারিনি। আপনারা জানেন আমাকে কীভাবে হয়রানি করা হচ্ছে।’

কাউন্সিলর ইকবাল বলেন, আমিতো সন্ত্রাসী না। চাঁদাবাজি করি না, হারাম খাই না। তার পরেও আমাকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়? তিনি আরও বলেন, আমি সাদা মনের মানুষ, আমার বাবা একজন কৃষক, আমি আমার বাবার সম্মানটুকু রাখতে চাই। আমি আপনাদের কাছে ভোট চাই বোনা। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, ১৬ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনে যদি মনে করেন আমি ভালো কাজ করেছি, ঠিকমতো এলাকার উন্নয়ন করেছি, আপনাদের সঠিক সেবা দিতে পেরেছি, তাহলে আবারও আপনারা আমাকে নির্বাচিত করবেন।’ নামাজ শেষে সাহেব পাড়া এলাকায় স্থানীয়দের নিয়ে তিনি গণসংযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত