Ajker Patrika

‘দেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছেছে’

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯
‘দেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছেছে’

গাইবান্ধা-৩ আসনের সাংসদ ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আ্যড উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, নৌকা ছাড়া দেশের কখনো কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও প্রচেষ্টায় দেশ এখন উন্নয়নের শিখরে পৌঁছেছে। কোনো অপশক্তি যাতে এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

গত সোমবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড আনোয়ারুল আজিমের সভাপতিত্বে মাহাবুব আলম শান্তুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জাকারিয়া খন্দকার, সহসভাপতি প্রভাষক আব্দুল জলিল ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসমাইল হোসেন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম।

প্রধান অতিথি উম্মে কুলসুম স্মৃতি বলেন, দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত