Ajker Patrika

স্বয়ংক্রিয়ভাবে হবে জমির নামজারি

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০: ২৩
স্বয়ংক্রিয়ভাবে হবে জমির নামজারি

জমির নামজারি স্বয়ংক্রিয়ভাবে হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল শনিবার গাজীপুরে ভূমিসেবা ব্যবস্থার অটোমেশন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিকায়ন করতে কাজ করছে। মানুষ যাতে হয়রানির শিকার না হয়, ভূমি নিয়ে হয়রানি বন্ধে সব কাজ অটোমেশন পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভবিষ্যতে সাব-রেজিস্ট্রারের দপ্তরে জমি রেজিস্ট্রি হওয়ার পর দলিলের একটি কপি অনলাইনরে মাধ্যমে সহকারী কমিশনারের (ভূমি) কাছে চলে যাবে। উক্ত দলিল পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে জমি নামজারির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এতে করে জমির রেজিস্ট্রেশনকালে ও খারিজের সময় অনিয়ম ও হয়রানি কমবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (আইজিআর) শহীদুল আলম ঝিনুক, গাজীপুর জেলা প্রশাসনের সব অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর জেলা রেজিস্ট্রার, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত—জানালেন আমির

আজকের রাশিফল: অফিসে মিষ্টি কথায় মন গলবে বসের, প্রেমের ঝগড়ায় চ্যাটজিপিটিতে ভরসা নয়

বাংলা ভাষার সঙ্গে জোহরান মামদানির ঘরের সম্পর্ক, যোগসূত্র মা মীরা নায়ার

বুমরা-সূর্যকুমারকে শাস্তি দিল আইসিসি, নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

এলাকার খবর
Loading...