Ajker Patrika

প্রার্থনার ঘরের প্রার্থনা

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ২৭
প্রার্থনার ঘরের প্রার্থনা

প্রার্থনা রানী বিশ্বাস। তিন বছর আগে তিন মেয়ে ও স্ত্রীকে রেখে মারা যান প্রার্থনা রানীর স্বামী শংকর কুমার বিশ্বাস। সেই থেকে অন্যের বাড়ি কাজ করে তিন মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটে তাঁর।

বলছিলাম মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাজাররানগর গ্রামে একটি সুবিধা বঞ্চিত পরিবার কথা। বড় মেয়ে সাথি মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মেজো মেয়ে তিথী দ্বিতীয় শ্রেণিতে। ছোট মেয়ে রিতু এখনো স্কুলে যাওয়া শুরু করেনি।

প্রার্থনা রানী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘শুনছি কত মানুষ গরিবগেরে সাহায্য দেয়। কিন্তু আমাগের কেউ খবরও নেয় না। সরকার নাকি কত ঘর দেছে, কিন্তু আমাগের চোখে পড়িনেই। আমাগেরে একটা ঘর দিলি খেতে না পারলেও মেয়ে তিনটেরে নিয়ে রাতে একটু শান্তিতে ঘুমোতে পারতাম। বৃষ্টির দিনে পানি পড়ে। ঝড়ের দিনে ভয়ে মেয়েগেরে নিয়ে অন্যের ঘরে থাকি। এই ভাঙা ছোট ঘরে সবাই খুব কষ্টে থাকি।’

সরেজমিনে প্রার্থনা রানীর বাড়িতে গিয়ে দেখা যায়, ওপরে পলিথিনের ছাউনি, পাটকাঠির (পাটখড়ি) বেড়া এবং মাটির ঘরের মেঝে স্যাঁতসেঁতে । এ রকম একটি কুড়ে ঘরে তিন মেয়ে নিয়ে বসবাস করছেন প্রার্থনা রানী। পৈতৃক ভিটায় এক শতক জমি ছাড়া আর কোনো জমিজমা নেই তাদের।

নিজেদের জমিজমা না থাকায় সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করতে হয় প্রার্থনা রানীকে। অন্যের বাড়ি কাজ করে চলে মেয়েদের লেখা-পড়ার ও পরিবারের ভরণ-পোষণের খরচ। অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন এই পরিবারটি। অথচ এই পরিবারের খোঁজ কেউ রাখে না।

মহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি কয়েক দিন হল চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দায়িত্ব গ্রহণের পর খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখব।’

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জানান, ‘জমিজমা নেই এ রকম ভূমিহীন হতদরিদ্র মানুষের জন্যই প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর দেওয়া হচ্ছে। খোঁজ-খবর নিয়ে দেখে যদি তিনি ভূমিহীন হন তাহলে খাস জমিতে তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত