নাটকের দুই ব্যস্ত অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। জুটি বেঁধেও কাজ করেছেন অনেক নাটকে। এ জুটির নতুন নাটক ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’। গতকাল প্রকাশ পেয়েছে নাটকটির প্রোমো। সেখানে দেখা গেল, ঢাকার ছেলে নিলয় আর সিলেটি ফুরি (মেয়ে) মাহি—দুজনেই নিজেদের জাহির করে নানাভাবে। নিজেদের বিশাল ধনী বলে দাবি করে তারা। কিন্তু শেষে তাদের আসল পরিচয় বেরিয়ে আসে। এমন গল্পেই নাটকটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে।
মাস তিনেক আগে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ঘুরে বেড়ানোর পাশাপাশি সেখানে বেশ কিছু নাটকের শুটিং করেছেন তাঁরা। এর মধ্যে একটি ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি।
নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘এটা একটা মজার নাটক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ায় বৈচিত্র্য পাবেন দর্শক। পাশাপাশি গল্পটাও বেশ উপভোগ্য হবে।’
সামিরা খান মাহি বলেন, ‘হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি হয়েছে ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি নাটকটি। এখানে ছেলে-মেয়ে দুজনেই শো অফ করতে পছন্দ করে। তাদের মধ্যে ঝগড়া, প্রেম, ভালোবাসা নিয়েই এগিয়ে যায় গল্প। আমি সিলেটের মেয়ে। অনেক দিন পর সিলেটি ভাষায় নাটকে অভিনয় করলাম। তাই খুব মজা পেয়েছি কাজটি করার সময়।’
নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মাহি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে শুটিং করেছিলাম। দেশে যখন শুটিং করি তখন অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে। ওখানে সেই সুবিধা ছিল না। অভিনয়ের পাশাপাশি অনেক কাজ নিজেদের করতে হয়েছে। একেবারে নতুন এক অভিজ্ঞতা।’
নির্মাতা ওসমান মিরাজ বলেন, ‘যখন শুনলাম নিলয় ভাই ও মাহি যুক্তরাষ্ট্রে আসছেন তখন তাঁদের সঙ্গে যোগাযোগ করি। নাটক নিয়ে কথা বলি। তাঁরা সম্মতি জানালে বেশ কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়। মোট ছয়টি গল্প শুটিংয়ের জন্য চূড়ান্ত করি আমরা। বাকি নাটকগুলোও পর্যায়ক্রমে প্রকাশ পাবে।’
ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি প্রকাশ পাবে নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেল এনএএফ এন্টারটেইনমেন্টে।
নাটকের দুই ব্যস্ত অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। জুটি বেঁধেও কাজ করেছেন অনেক নাটকে। এ জুটির নতুন নাটক ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’। গতকাল প্রকাশ পেয়েছে নাটকটির প্রোমো। সেখানে দেখা গেল, ঢাকার ছেলে নিলয় আর সিলেটি ফুরি (মেয়ে) মাহি—দুজনেই নিজেদের জাহির করে নানাভাবে। নিজেদের বিশাল ধনী বলে দাবি করে তারা। কিন্তু শেষে তাদের আসল পরিচয় বেরিয়ে আসে। এমন গল্পেই নাটকটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে।
মাস তিনেক আগে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ঘুরে বেড়ানোর পাশাপাশি সেখানে বেশ কিছু নাটকের শুটিং করেছেন তাঁরা। এর মধ্যে একটি ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি।
নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘এটা একটা মজার নাটক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ায় বৈচিত্র্য পাবেন দর্শক। পাশাপাশি গল্পটাও বেশ উপভোগ্য হবে।’
সামিরা খান মাহি বলেন, ‘হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি হয়েছে ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি নাটকটি। এখানে ছেলে-মেয়ে দুজনেই শো অফ করতে পছন্দ করে। তাদের মধ্যে ঝগড়া, প্রেম, ভালোবাসা নিয়েই এগিয়ে যায় গল্প। আমি সিলেটের মেয়ে। অনেক দিন পর সিলেটি ভাষায় নাটকে অভিনয় করলাম। তাই খুব মজা পেয়েছি কাজটি করার সময়।’
নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মাহি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে শুটিং করেছিলাম। দেশে যখন শুটিং করি তখন অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে। ওখানে সেই সুবিধা ছিল না। অভিনয়ের পাশাপাশি অনেক কাজ নিজেদের করতে হয়েছে। একেবারে নতুন এক অভিজ্ঞতা।’
নির্মাতা ওসমান মিরাজ বলেন, ‘যখন শুনলাম নিলয় ভাই ও মাহি যুক্তরাষ্ট্রে আসছেন তখন তাঁদের সঙ্গে যোগাযোগ করি। নাটক নিয়ে কথা বলি। তাঁরা সম্মতি জানালে বেশ কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়। মোট ছয়টি গল্প শুটিংয়ের জন্য চূড়ান্ত করি আমরা। বাকি নাটকগুলোও পর্যায়ক্রমে প্রকাশ পাবে।’
ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি প্রকাশ পাবে নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেল এনএএফ এন্টারটেইনমেন্টে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪