Ajker Patrika

ইউপি নির্বাচনের প্রচারে মুখর মেহেরপুর

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১০: ০১
ইউপি নির্বাচনের প্রচারে মুখর মেহেরপুর

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। । আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের প্রচারে মুখর হয়ে উঠেছে জেলার গ্রাম ও শহরগুলো। গত বুধবার তফসিল ঘোষণার পর থেকেই ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশীরা আগাম গণসংযোগসহ নির্বাচনী প্রচার শুরু করেছেন।

এর আগে বুধবার বিকেলে নির্বাচন কমিশন মেহেরপুরের গাংনী ও মুজিবনগরের ৯টি ইউনিয়নসহ সারা দেশের ৮৪৮টি ইউনিয়নের তফসিল ঘোষণা করে। এই ৯টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে। বাকি ৮টিতে করা হবে ব্যালট পেপারে। দেশের দ্বিতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনের তালিকা অনুযায়ী ১১ নভেম্বর ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক জানান, এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন গ্রহণের শেষদিন ছিল ১ অক্টোবর। অপরদিকে মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন বলেন, ‘আবেদন গ্রহণের শেষদিন এখনো নির্ধারিত হয়নি। এটি কারওর ব্যক্তিগত বিষয় না। উপজেলা আওয়ামী লীগ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে বিএনপিসহ অন্যান্য দলের মাঝে এখনো নির্বাচন নিয়ে তোড়জোড় দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘ আওয়ামী লীগ এখন আর প্রকৃত আওয়ামী লীগ নেই। তবে সঠিক নেতা নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ আবার পুরোনো রূপ ফিরে পাবে। না হলে ভুঁইফোড়দের দলে পরিণত হবে বহু পুরোনো ঐতিহাসিক এই দলটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত