Ajker Patrika

আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৫৪
আগুনে পুড়িয়ে  স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা

রাজশাহীর স্কুলশিক্ষক ফাতেমা খাতুনের (৩৭) শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় ওই শিক্ষকের স্বামী সাদিকুল ইসলামকে (৪০) একমাত্র আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ফাতেমা খাতুনের ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় এ মামলা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাজহারুল ইসলাম জানান, আসামি সাদিকুল ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসামি সাদিকুল ইসলামের বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়। তাঁর স্ত্রী ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুই সন্তানের মা।

পরিবারের ভাষ্য মতে, দাম্পত্য কলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সাদিকুল। এতে তাঁর হাত, বুক, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালি। ঘটনার পর রাতেই ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন গতকাল শুক্রবার সকালে আজকের পত্রিকাকে জানান, ফাতেমার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্সিজেন দিতে হচ্ছে। তাঁর শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়েছে বলেও জানান এই চিকিৎসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত