লালপুর (নাটোর) প্রতিনিধি
করোনা মহামারিতে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নাটোরের লালপুরের ৪১টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল আর্থিক সংকটে পড়েছে। এর মধ্যে সাতটির অধিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় জীবন বাঁচাতে শিক্ষকেরা বিভিন্ন পেশায় চলে গেছেন। বন্ধের সময়ের ভাড়ার টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গতকাল সরেজমিন দেখা যায়, আর্থিক সংকট ও শিক্ষার্থী সমস্যায় উপজেলার শিশু বিদ্যানিকেতন, একতা, নর্থ বেঙ্গল, আনোয়ারা ফাউন্ডেশন, রয়েল, প্রচেষ্টা, স্কলার হিলসহ বেশ কয়েকটি কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রচেষ্টা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এস এম আশিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের আয় বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া পরিশোধ সম্ভব হয়নি। বাধ্য হয়ে প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে।
বেগম রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, করোনা সব পাল্টে দিয়েছে। ঘরমালিকেরা ভাড়ার টাকা ছাড় দেননি। ভাড়া পরিশোধে নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। শিক্ষা কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
আনোয়ারা ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল করিম বলেন, করোনাকালীন আর্থিক সংকটের কারণে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে। তবে সংখ্যায় অনেক কম। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। বিদ্যালয়ের পাওনা বকেয়া ফি উত্তোলন সম্ভব হচ্ছে না। আর্থিক সংকটে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। করোনাকালে প্রতিষ্ঠানের আয় ও সরকারি কোনো সহযোগিতা না থাকায় সাতটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও কর্মচারীরা অন্য পেশায় চলে গেছেন।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, জরিপ অনুযায়ী এ উপজেলায় ৪১টি কেজি স্কুল রয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১২টি। বেশ কয়েকটি কেজি স্কুল বন্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।
লালপুরের ইউএনও শাম্মী আক্তার বলেন, সোনালী ব্যাংকের সহায়তায় কিন্ডারগার্টেন স্কুলের ৫০ জন শিক্ষককে সহযোগিতা করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া স্কুলের বিষয়ে অবগত নেই বলে জানান তিনি।
করোনা মহামারিতে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নাটোরের লালপুরের ৪১টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল আর্থিক সংকটে পড়েছে। এর মধ্যে সাতটির অধিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় জীবন বাঁচাতে শিক্ষকেরা বিভিন্ন পেশায় চলে গেছেন। বন্ধের সময়ের ভাড়ার টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গতকাল সরেজমিন দেখা যায়, আর্থিক সংকট ও শিক্ষার্থী সমস্যায় উপজেলার শিশু বিদ্যানিকেতন, একতা, নর্থ বেঙ্গল, আনোয়ারা ফাউন্ডেশন, রয়েল, প্রচেষ্টা, স্কলার হিলসহ বেশ কয়েকটি কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রচেষ্টা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এস এম আশিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের আয় বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া পরিশোধ সম্ভব হয়নি। বাধ্য হয়ে প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে।
বেগম রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, করোনা সব পাল্টে দিয়েছে। ঘরমালিকেরা ভাড়ার টাকা ছাড় দেননি। ভাড়া পরিশোধে নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। শিক্ষা কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
আনোয়ারা ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল করিম বলেন, করোনাকালীন আর্থিক সংকটের কারণে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে। তবে সংখ্যায় অনেক কম। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। বিদ্যালয়ের পাওনা বকেয়া ফি উত্তোলন সম্ভব হচ্ছে না। আর্থিক সংকটে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। করোনাকালে প্রতিষ্ঠানের আয় ও সরকারি কোনো সহযোগিতা না থাকায় সাতটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও কর্মচারীরা অন্য পেশায় চলে গেছেন।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, জরিপ অনুযায়ী এ উপজেলায় ৪১টি কেজি স্কুল রয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১২টি। বেশ কয়েকটি কেজি স্কুল বন্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।
লালপুরের ইউএনও শাম্মী আক্তার বলেন, সোনালী ব্যাংকের সহায়তায় কিন্ডারগার্টেন স্কুলের ৫০ জন শিক্ষককে সহযোগিতা করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া স্কুলের বিষয়ে অবগত নেই বলে জানান তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫