Ajker Patrika

কোম্পানীগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ২৬
কোম্পানীগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

কোম্পানীগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী অমানুষিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই গৃহবধূ বাদী হয়ে তাঁর স্বামীসহ আটজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।

ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁদের সংসারে এক মেয়ে রয়েছে।

বিয়ের কিছুদিন পর থেকে গৃহবধূর স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতেন। অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ বাবার বাড়ি থেকে প্রায়ই টাকা এনে তাঁর স্বামীকে দিতেন।

গত বুধবার (১২ জানুয়ারি) রাতে যৌতুকের আরও টাকার জন্য গৃহবধূকে মারধর করে ঘরে বন্দী করে রাখেন তাঁর স্বামী।

পরদিন খবর পেয়ে গৃহবধূর বাবা তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যান। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শনিবার রাতে ওই গৃহবধূ একটু সুস্থ হয়ে থানায় গিয়ে তাঁর স্বামীসহ পরিবারের আটজনের বিরুদ্ধে অভিযোগ দেন।

নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ‘যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত আমাকে অমানুষিক মারধর করা হতো। আমাদের একটি মেয়ে রয়েছে। ওর কথা ভেবে সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। এখন আর পারছি না। তাই নিরুপায় হয়ে অভিযোগ দিয়েছি।’

অভিযোগ সম্পর্কে জানতে গৃহবধূর স্বামীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত