Ajker Patrika

শাড়ির আড়ালে অবৈধ পণ্য পাচার ধরা খেল এবার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪০
শাড়ির আড়ালে অবৈধ পণ্য পাচার ধরা খেল এবার

অবৈধভাবে ভারত থেকে আনা প্রসাধনী ও শিশুখাদ্য জব্দ করা হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, জেলার সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর ও কলমাকান্দা থেকে একটি চোরাকারবারী চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন মালামাল আমদানি করছিল। চক্রটি একটি কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ওই মালামাল প্রেরণ করছিল। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসে। গত বুধবার সন্ধ্যার পর ১১ বস্তা শাড়ি ঢাকার কাকরাইলে প্রেরণের জন্য এসএ পরিবহনে মেমো কাটা হয়।

এই খবর পেয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই জেলা প্রশাসনের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিনের নেতৃত্বে এস এ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও শিশু খাদ্য জব্দ করে।

জেলার পূর্বধলা উপজেলা সদরের ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রতি মাসে ১০-১২ বার কাপড় প্রেরণের নামে ভারতীয় প্রসাধনী পাচার করছিল। এ ব্যাপারে আনোয়ার হোসেনের মালামাল পার্সেল করতে আসা পূর্বধলা পাট বাজারের কদর খানের ছেলে মমতাজ উদ্দিনকে আটক করা হয়। এস এ পরিবহনের নেত্রকোনা অফিসের ম্যানেজার ফারুক আহমেদ জানান, পূর্বধলার ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রায়ই নিজের মোবাইল নম্বর দিয়ে ঢাকায় মালামাল প্রেরণ করেন। শাড়ি কাপড়ের আড়ালে তিনি যে ভারতীয় অবৈধ পণ্য প্রেরণ করেন তা জানা ছিল না। এখানে মালামাল পরীক্ষা করার কোনো যন্ত্র নেই। কাস্টমারেরা যা বলে তাই বিশ্বাস করে প্রেরণ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানার এসআই দুলাল বাদী হয়ে মামলা করেছেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত