Ajker Patrika

সিংড়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগে নতুন মুখ

নাটোর ও সিংড়া প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ৪০
Thumbnail image

নাটোরের সিংড়ায় উপজেলা, পৌর ও জিএ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগে সভাপতি পদে সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক পদে রওনক হাসান হারুন, পৌর ছাত্রলীগ সভাপতি হিসেবে ফয়সাল ইসলাম ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে আবু সাইদ সাজু নির্বাচিত হয়েছেন।

এদিকে, অন্য কোনো প্রার্থী না থাকায় জিএ সরকারি কলেজছাত্র সংসদের ভিপি হিসেবে মো. মাসুম, প্রোভিপি রেখা খাতুন, জিএস হিসেবে উম্মে আমারা ইসলাম সুখী ও এজিএস পদে নাইম ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এর আগে সকাল নয়টা থেকে সিংড়া কোর্ট মাঠে সম্মেলন শুরু হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিশেষ বক্তার বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একমাত্র অভিভাবক। তাই শেখ হাসিনার নির্দেশনা মেনে ছাত্রলীগ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত