শাহীন রহমান, পাবনা
নরসিংদীর মনোহরদী উপজেলার ৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ইউনিয়নগুলো হলো শুকুন্দী, কাচিকাটা, দৌলতপুর, একদুরিয়া, গোতাশিয়া, চন্দনবাড়ী, লেবুতলা, চালাকচর ও বড়চাপা।
নৌকা প্রতীক পাওয়া মানে ভোটের রাজনীতিতে জয়ের সমূহ সম্ভাবনা। তাই দলীয় সমর্থন পেতে প্রার্থীরা উঠে পড়ে লেগেছেন। ইউপি নির্বাচনে নতুন প্রার্থীরা ভোটের মাঠে লড়াই করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তাঁরা। আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আরও একবার সুযোগ চাচ্ছেন বর্তমান চেয়ারম্যানেরা। তবে প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময় সভা ও মহড়ার মধ্য দিয়ে জানান দিচ্ছেন তাঁদের উপস্থিতি।
এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা স্থানীয় সাংসদ শিল্পমন্ত্রী আইনজীবী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নিজেদের অভিভাবক হিসেবে দাবি করছেন। এমনকি শিল্পমন্ত্রীর ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মন্জুরুল মজিদ মাহমুদ সাদীর ছবি দিয়ে পোস্টার করছেন। প্রতিটি ইউনিয়নের অলিগলি ছেয়ে গেছে এ সব পোস্টারে। রাস্তার মোড়ে মোড়ে দোয়া ও সমর্থন চেয়ে টানানো হয়েছে বিলবোর্ড।
তবে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৫ থেকে ৪০ জন। তফসিল ঘোষণা হলে জনসমাগম বাড়িয়ে বড় ধরনের মহড়া ও গণসংযোগের প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। ইতিমধ্যে মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রা করছেন প্রার্থীরা।
কিন্তু এ সব গণসংযোগ, মহড়া, মতবিনিময় সভায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। গা ঘেঁষাঘেঁষি করে সভায় উপস্থিত হতে দেখা গেছে সমর্থকদের। কারও মুখে নেই মাস্ক। তবে স্বাস্থ্যবিধি ছাড়াই গণসংযোগ বাড়তে থাকলে করোনা সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
শুকুন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল বলেন, ‘আমি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি সব সময় তৃণমূলের কর্মীদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। তাই আমার প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে।’
শুকুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীম বলেন, ‘আমি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করছিলাম। ইউনিয়নের অসম্পূর্ণ কাজ শেষ করতে আরও একবার সুযোগ চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, জনবিচ্ছিন্ন কোনো ব্যক্তিকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে স্বতন্ত্র প্রার্থী থাকার সংখ্যা বাড়বে। ফলে নৌকার বিজয় বাধাগ্রস্ত হতে পারে।
এ দিকে ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাঁরা পোস্টারিং করে দোয়া ও সমর্থন চাচ্ছেন। বিএনপির কোনো প্রার্থীর শোভাযাত্রা কিংবা গণসংযোগ করতে দেখা যায়নি।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। ব্যতিক্রম ছিল শুধু কাচিকাটা ইউনিয়ন। এই ইউনিয়নে হেভিওয়েট দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রহিম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন খান কনককে টেক্কা দিয়ে মনোনয়ন বাগিয়ে নেন শামসুন্নাহার এ্যামিলী। পরে দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে মোবারক হোসেন খান কনক স্বল্প ভোটের ব্যবধানে মেহেদী হাসান রহিমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
নরসিংদীর মনোহরদী উপজেলার ৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ইউনিয়নগুলো হলো শুকুন্দী, কাচিকাটা, দৌলতপুর, একদুরিয়া, গোতাশিয়া, চন্দনবাড়ী, লেবুতলা, চালাকচর ও বড়চাপা।
নৌকা প্রতীক পাওয়া মানে ভোটের রাজনীতিতে জয়ের সমূহ সম্ভাবনা। তাই দলীয় সমর্থন পেতে প্রার্থীরা উঠে পড়ে লেগেছেন। ইউপি নির্বাচনে নতুন প্রার্থীরা ভোটের মাঠে লড়াই করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তাঁরা। আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আরও একবার সুযোগ চাচ্ছেন বর্তমান চেয়ারম্যানেরা। তবে প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময় সভা ও মহড়ার মধ্য দিয়ে জানান দিচ্ছেন তাঁদের উপস্থিতি।
এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা স্থানীয় সাংসদ শিল্পমন্ত্রী আইনজীবী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নিজেদের অভিভাবক হিসেবে দাবি করছেন। এমনকি শিল্পমন্ত্রীর ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মন্জুরুল মজিদ মাহমুদ সাদীর ছবি দিয়ে পোস্টার করছেন। প্রতিটি ইউনিয়নের অলিগলি ছেয়ে গেছে এ সব পোস্টারে। রাস্তার মোড়ে মোড়ে দোয়া ও সমর্থন চেয়ে টানানো হয়েছে বিলবোর্ড।
তবে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৫ থেকে ৪০ জন। তফসিল ঘোষণা হলে জনসমাগম বাড়িয়ে বড় ধরনের মহড়া ও গণসংযোগের প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। ইতিমধ্যে মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রা করছেন প্রার্থীরা।
কিন্তু এ সব গণসংযোগ, মহড়া, মতবিনিময় সভায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। গা ঘেঁষাঘেঁষি করে সভায় উপস্থিত হতে দেখা গেছে সমর্থকদের। কারও মুখে নেই মাস্ক। তবে স্বাস্থ্যবিধি ছাড়াই গণসংযোগ বাড়তে থাকলে করোনা সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
শুকুন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল বলেন, ‘আমি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি সব সময় তৃণমূলের কর্মীদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। তাই আমার প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে।’
শুকুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীম বলেন, ‘আমি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করছিলাম। ইউনিয়নের অসম্পূর্ণ কাজ শেষ করতে আরও একবার সুযোগ চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, জনবিচ্ছিন্ন কোনো ব্যক্তিকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে স্বতন্ত্র প্রার্থী থাকার সংখ্যা বাড়বে। ফলে নৌকার বিজয় বাধাগ্রস্ত হতে পারে।
এ দিকে ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাঁরা পোস্টারিং করে দোয়া ও সমর্থন চাচ্ছেন। বিএনপির কোনো প্রার্থীর শোভাযাত্রা কিংবা গণসংযোগ করতে দেখা যায়নি।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। ব্যতিক্রম ছিল শুধু কাচিকাটা ইউনিয়ন। এই ইউনিয়নে হেভিওয়েট দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রহিম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন খান কনককে টেক্কা দিয়ে মনোনয়ন বাগিয়ে নেন শামসুন্নাহার এ্যামিলী। পরে দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে মোবারক হোসেন খান কনক স্বল্প ভোটের ব্যবধানে মেহেদী হাসান রহিমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪