Ajker Patrika

বিউটি পার্লারের ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ১৩
বিউটি পার্লারের ভ্যাট ফাঁকি

রাজধানীর আয়েশাস মেকওভার সেলুন অ্যান্ড স্পা পার্লারের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির দুটি পৃথক মামলা করা হয়েছে। ভ্যাট গোয়েন্দা শাখার কর্মকর্তারা প্রতিষ্ঠানের ওয়ারী এবং বনানী শাখায় প্রায় ১৯ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে গত সোমবার এ মামলা করেন।

জানা গেছে, প্রতিষ্ঠানের ওয়ারী শাখায় ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭৬ লাখ ৮৮ হাজার ৬০০ টাকার সেবা দিলেও মাত্র ৪৩ হাজার টাকা ভ্যাট প্রদান করে। এক্ষেত্রে সেবার বিপরীতে ১১ লাখ ১০ হাজার ২৯০ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে। এই ফাঁকির ওপর ভ্যাট আইন অনুসারে মাসভিত্তিক ২ শতাংশ হারে ১ লাখ ৫৩ হাজার ৩২ টাকা সুদ প্রযোজ্য।

অপরদিকে, প্রতিষ্ঠানের বনানী শাখায় ২০২০ নভেম্বর থেকে ২০২১ পর্যন্ত সময়ে ৩১ লাখ ৪৭ হাজার ৮৪০ টাকার সেবা প্রদান করলেও কোনো ভ্যাট দেয়নি। ওই সেবার বিপরীতে ৪ লাখ ১০ হাজার ৫৮৮ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে এবং ২ শতাংশ হারে সুদ হয় ৭৮ হাজার ৫৩৩ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ