Ajker Patrika

তাপসীর একটাই শখ

বিনোদন ডেস্ক
Thumbnail image

তারকাদের শখের শেষ নেই। কারও দামি গাড়ি, বাড়ি কিংবা ট্রেন্ডি পোশাকের শখ। এসব শখ পূরণের জন্য তারকারা কোটি কোটি টাকা খরচ করেন। তবে দামি গাড়ি-বাড়ির চেয়ে তাপসী পান্নুর আগ্রহ ফিটনেসের দিকেই বেশি। ফিট থাকার জন্য ডায়েট মেনে চলা ভীষণ জরুরি। ডায়েটিশিয়ানের পেছনে তাই প্রতি মাসে এক লাখ রুপি খরচ করেন তাপসী। এই অর্থ ব্যয় হয় শুধু ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়ার জন্য। এ ছাড়া বিশেষ খাবার, জিম—এসবের পেছনে খরচ তো আছেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, ডায়েটিশিয়ানের জন্য প্রতি মাসে এত ব্যয় করার জন্য বাবার বকাও শুনতে হয় তাঁকে। বাবা তাপসীকে সব সময় পরামর্শ দেন সঞ্চয় করার জন্য। কিন্তু তাপসীর সঞ্চয়ের অভ্যাস নেই। যত টাকা আয় করেন, তার প্রায় পুরোটাই খরচ করে ফেলেন। সবচেয়ে বেশি ব্যয় হয় নিজের ফিটনেস ধরে রাখার জন্য। এটাই তাপসীর একমাত্র শখের বিষয়।

তাপসী বলেন, ‘আমার ডায়েট নিয়মিত বদলাতে থাকে। আমি কোন সিনেমায় কেমন চরিত্রে কাজ করছি, সে অনুযায়ী আমার ডায়েট বদল হয়। এই পেশায় থাকার জন্য পেশাদার ডায়েটিশিয়ানের পরামর্শ জরুরি, যাতে তিনি বলে দিতে পারেন কোন সময়ে কোন খাবার আমার জন্য ভালো আর কোনটা নয়। সবটাই নির্ভর করে আমি কোন শহরে থাকছি বা সেখানকার আবহাওয়া কেমন, তার ওপরে। ফলে সবটা মিলিয়ে আমার ডায়েট প্ল্যান তৈরি হয়।’

তাপসী পান্নুতবে তাপসী যে শুধু নিজের ফিটনেস নিয়ে সিরিয়াস, তা নয়। তাঁর মায়ের হজমের সমস্যা আছে। তাই মায়ের জন্যও আলাদা ডায়েট প্ল্যান নেন অভিনেত্রী। তাপসী বলেন, ‘সঠিক ডায়েট মেনে চললে অসুস্থতার ঝুঁকি থাকে না। হাসপাতালে গিয়ে টাকা খরচের চেয়ে আমার মনে হয়, সবার আগে জরুরি, নিজেদের খাদ্যাভ্যাস ঠিক করা।’ তবে তাপসী ডায়েটের দিকে এত গুরুত্ব দিলেও তাঁর বাবা মনে করেন, সবটাই মেয়ের শৌখিনতা। এ নিয়ে বাবার সঙ্গে তাই তাপসীর মধুর তর্ক লেগেই থাকে।

তাপসী এখন কাজ করছেন রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ সিনেমায়। এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে। এ বছরের ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া তাঁর আলোচিত সিনেমা হাসিন দিলরুবার সিক্যুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ও মুক্তি পাবে এ বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত