Ajker Patrika

অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬: ০১
Thumbnail image

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে। কাদাপানিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। টঙ্গীবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ময়লা পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ঘটে দুর্ঘটনা। দ্রুত বিষয়টির সমাধান চান স্থানীয়রা।

জানা যায়, এ সড়ক দিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত। রাস্তায় পানি জমায় দুর্ভোগ নিয়েই যাতায়াত করতে হয় তাঁদের। তা ছাড়া এ সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলা পরিষদে যাতায়াত করেন উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিগাঁও, টঙ্গীবাড়ি ও উপজেলা পরিষদের মেইন গেটের সড়কটি ডুবে আছে। পানিনিষ্কাশনের জন্য ছোট একটি নালা থাকলেও ময়লা আটকে পানি সড়কে উঠে গেছে। রাস্তার কাদাপানি মাড়িয়েই চলাচল করছে মানুষ ও বিভিন্ন যানবাহন।

স্থানীয় বাসিন্দা হৃদয় মোল্লা বলেন, সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পুকুরে পরিণত হয়। ময়লা-আবর্জনা পানিতে ভাসতে থাকে। উপজেলা পরিষদ মসজিদে নামাজের জন্য শত শত মুসল্লি এ ময়লা পানি দিয়ে নামাজ পড়তে যান। এটি সংস্কার করা প্রয়োজন।

উপজেলা পরিষদের সামনে বিরিয়ানির দোকানদার সুজন বলেন, ‘এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ সৃষ্টি হয়। আমার দোকানে আসা-যাওয়া করতে হলেও এই পানি দিয়েই আসতে হয়।’

সোনারং গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ ব্যাপারী বলেন, টঙ্গীবাড়ি উপজেলার প্রাণকেন্দ্র এটা। কিন্তু দেখার কেউ নেই। দিনের পর দিন মানুষ হয়রানির শিকার হচ্ছে। উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা এই রাস্তা দিয়ে চলাচল করে তবুও এর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, কিছুদিন আগে সড়কের পাশে থাকা নালাটি পরিষ্কার করা হয়েছে। বাজারের ময়লা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় দোকানের ও ফুটপাতের সব ময়লা ড্রেনে গিয়ে তা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পানি সরে যেতে একটু সময় লাগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত