টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে। কাদাপানিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। টঙ্গীবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ময়লা পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ঘটে দুর্ঘটনা। দ্রুত বিষয়টির সমাধান চান স্থানীয়রা।
জানা যায়, এ সড়ক দিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত। রাস্তায় পানি জমায় দুর্ভোগ নিয়েই যাতায়াত করতে হয় তাঁদের। তা ছাড়া এ সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলা পরিষদে যাতায়াত করেন উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিগাঁও, টঙ্গীবাড়ি ও উপজেলা পরিষদের মেইন গেটের সড়কটি ডুবে আছে। পানিনিষ্কাশনের জন্য ছোট একটি নালা থাকলেও ময়লা আটকে পানি সড়কে উঠে গেছে। রাস্তার কাদাপানি মাড়িয়েই চলাচল করছে মানুষ ও বিভিন্ন যানবাহন।
স্থানীয় বাসিন্দা হৃদয় মোল্লা বলেন, সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পুকুরে পরিণত হয়। ময়লা-আবর্জনা পানিতে ভাসতে থাকে। উপজেলা পরিষদ মসজিদে নামাজের জন্য শত শত মুসল্লি এ ময়লা পানি দিয়ে নামাজ পড়তে যান। এটি সংস্কার করা প্রয়োজন।
উপজেলা পরিষদের সামনে বিরিয়ানির দোকানদার সুজন বলেন, ‘এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ সৃষ্টি হয়। আমার দোকানে আসা-যাওয়া করতে হলেও এই পানি দিয়েই আসতে হয়।’
সোনারং গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ ব্যাপারী বলেন, টঙ্গীবাড়ি উপজেলার প্রাণকেন্দ্র এটা। কিন্তু দেখার কেউ নেই। দিনের পর দিন মানুষ হয়রানির শিকার হচ্ছে। উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা এই রাস্তা দিয়ে চলাচল করে তবুও এর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, কিছুদিন আগে সড়কের পাশে থাকা নালাটি পরিষ্কার করা হয়েছে। বাজারের ময়লা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় দোকানের ও ফুটপাতের সব ময়লা ড্রেনে গিয়ে তা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পানি সরে যেতে একটু সময় লাগে।
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে। কাদাপানিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। টঙ্গীবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ময়লা পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ঘটে দুর্ঘটনা। দ্রুত বিষয়টির সমাধান চান স্থানীয়রা।
জানা যায়, এ সড়ক দিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত। রাস্তায় পানি জমায় দুর্ভোগ নিয়েই যাতায়াত করতে হয় তাঁদের। তা ছাড়া এ সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলা পরিষদে যাতায়াত করেন উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিগাঁও, টঙ্গীবাড়ি ও উপজেলা পরিষদের মেইন গেটের সড়কটি ডুবে আছে। পানিনিষ্কাশনের জন্য ছোট একটি নালা থাকলেও ময়লা আটকে পানি সড়কে উঠে গেছে। রাস্তার কাদাপানি মাড়িয়েই চলাচল করছে মানুষ ও বিভিন্ন যানবাহন।
স্থানীয় বাসিন্দা হৃদয় মোল্লা বলেন, সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পুকুরে পরিণত হয়। ময়লা-আবর্জনা পানিতে ভাসতে থাকে। উপজেলা পরিষদ মসজিদে নামাজের জন্য শত শত মুসল্লি এ ময়লা পানি দিয়ে নামাজ পড়তে যান। এটি সংস্কার করা প্রয়োজন।
উপজেলা পরিষদের সামনে বিরিয়ানির দোকানদার সুজন বলেন, ‘এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ সৃষ্টি হয়। আমার দোকানে আসা-যাওয়া করতে হলেও এই পানি দিয়েই আসতে হয়।’
সোনারং গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ ব্যাপারী বলেন, টঙ্গীবাড়ি উপজেলার প্রাণকেন্দ্র এটা। কিন্তু দেখার কেউ নেই। দিনের পর দিন মানুষ হয়রানির শিকার হচ্ছে। উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা এই রাস্তা দিয়ে চলাচল করে তবুও এর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, কিছুদিন আগে সড়কের পাশে থাকা নালাটি পরিষ্কার করা হয়েছে। বাজারের ময়লা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় দোকানের ও ফুটপাতের সব ময়লা ড্রেনে গিয়ে তা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পানি সরে যেতে একটু সময় লাগে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪