Ajker Patrika

বাঘার পেয়ারা-বরই ইতালির বাজারে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘার পেয়ারা-বরই  ইতালির বাজারে

রাজশাহীর বাঘার পেয়ারা ও বরইয়ের প্রথম চালান ইতালিতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে এক টন পেয়ারা ও ১০০ কেজি থাই বরই পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান। 

শফিউল্লাহ সুলতান জানান, গত বুধবার উপজেলার পাকুড়িয়া গ্রামের সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলামের কার্যালয় থেকে পেয়ারা ও উপজেলা বাউসা গ্রামের শাইন ইকবালের বাগান থেকে এ বরই ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় শ্যামপুর সেন্ট্রাল প্যাকিং হাউসে পাঠানো হয়। সেখানে মোড়কজাতের পর এগুলো কার্গো ফ্লাইটে করে ইতালিতে পাঠানো হয়।

তিনি বলেন, এ ফল আরও বেশি পরিমাণে রপ্তানির জন্য ঢাকার বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গত বছর উপজেলার আমচাষিরা কন্টাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আম চাষ করে বিদেশে আম রপ্তানি করেছেন। এবার পেয়ারা ও বরই চাষ করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করছেন তাঁরা। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১৫০ হেক্টর বরই ও ৩০৪ হেক্টর পেয়ারা চাষ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ চাষ হয়েছে পদ্মার চরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...