Ajker Patrika

নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা শুরু আজ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০: ৪১
নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা শুরু আজ

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ রোববার শুরু হচ্ছে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৭০০ জন শিক্ষার্থী। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা হবে।

এর মধ্য দিয়ে প্রথমবারের মত নিজেদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে নিজ ক্যাম্পাসে এবারই প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চাচ্ছি। তিনি আরও বলেন, এরই মধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ জানান, গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারী শিক্ষার্থীদের কারা কোন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন, তা তাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল, কেন্দ্র থেকে স্থায়ী ঠিকানার দূরত্বসহ কয়েকটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এবার দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে। এতে বশেফমুবিপ্রবি কেন্দ্রে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ মিলিয়ে মোট ১ হাজার ৮২১ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ৭০০ জন, ২৪ অক্টোবর ‘খ’ ইউনিটে মানবিক বিভাগের ৭০০ জন ও ১ নভেম্বর ‘গ’ ইউনিটে বাণিজ্য বিভাগের ৪২১ জন বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...