Ajker Patrika

৪ হাজার লিটার সয়াবিন তেল মজুত, জরিমানা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ০৮: ৪৯
Thumbnail image

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা চার হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি অপরাধে সাইদ ও সেলিম স্টোর নামের ওই দুই দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন আক্তার মিলি ও পুলিশ সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বাজার নিয়ন্ত্রণে শ্রীনগর কোলাপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেলিম স্টোর থেকে ২ হাজার ২০০ লিটার ও সাঈদ স্টোর থেকে প্রায় ১ হাজার ৮০০ লিটার মজুত তেল উদ্ধার করা হয়। এসব তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা এসব সয়াবিন তেল নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত