নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এবার নিজ সংগঠনের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নগরীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মারধরের পর আমিনুল ইসলাম সবুজ নামের ওই ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জাকির হোসেনের দেওয়া কয়েকটি থাপ্পড়ের কারণে তিনি কানে শুনছেন না বলে জানিয়েছেন।
আমিনুল ইসলাম মহানগরীর গ্যালাক্সি ম্যাট ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাগমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নজর এলে তিনি ক্ষুব্ধ হন। আমিনুল যাতে তাঁকে কল দেন, এ কথা আরেকজনের মাধ্যমে জানান। রাত ১২টার দিকে জাকিরকে ফোন দেন আমিনুলকে। তখন গালাগাল করেন জাকির হোসেন।
আমিনুল বলেন, জেলা ছাত্রলীগের একজন শীর্ষ নেতা যে ভাষায় কথা বলেছেন, এটি কল্পনাও করা যায় না। ফোনালাপের অধিকাংশ সময় তিনি গালিগালাজ করেন।
আমিনুল আরও বলেন, গতকাল সকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান তিনি। তাঁকে সামনে পেয়ে জাকির তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রকাশ্যে কিল-ঘুষি-থাপ্পড় মারতে থাকেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি বলেন, ‘আমিনুল একটু বেয়াদবি করেছিল। সে জন্য একটা থাপ্পড় দিয়েছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি প্রমাণিত হলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানানো হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
২৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এক এইচএসসি শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেন জাকির হোসেন। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দিলেও পরে তিনি প্রত্যাহার করে নেন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এবার নিজ সংগঠনের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নগরীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মারধরের পর আমিনুল ইসলাম সবুজ নামের ওই ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জাকির হোসেনের দেওয়া কয়েকটি থাপ্পড়ের কারণে তিনি কানে শুনছেন না বলে জানিয়েছেন।
আমিনুল ইসলাম মহানগরীর গ্যালাক্সি ম্যাট ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাগমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নজর এলে তিনি ক্ষুব্ধ হন। আমিনুল যাতে তাঁকে কল দেন, এ কথা আরেকজনের মাধ্যমে জানান। রাত ১২টার দিকে জাকিরকে ফোন দেন আমিনুলকে। তখন গালাগাল করেন জাকির হোসেন।
আমিনুল বলেন, জেলা ছাত্রলীগের একজন শীর্ষ নেতা যে ভাষায় কথা বলেছেন, এটি কল্পনাও করা যায় না। ফোনালাপের অধিকাংশ সময় তিনি গালিগালাজ করেন।
আমিনুল আরও বলেন, গতকাল সকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান তিনি। তাঁকে সামনে পেয়ে জাকির তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রকাশ্যে কিল-ঘুষি-থাপ্পড় মারতে থাকেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি বলেন, ‘আমিনুল একটু বেয়াদবি করেছিল। সে জন্য একটা থাপ্পড় দিয়েছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি প্রমাণিত হলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানানো হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
২৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এক এইচএসসি শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেন জাকির হোসেন। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দিলেও পরে তিনি প্রত্যাহার করে নেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫