Ajker Patrika

শ্বশুর বাড়িতে মিলল জামাতার ঝুলন্ত লাশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩: ৩৫
Thumbnail image

শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর গাঙআটি গ্রামের সুরত আলীর বাড়ির রান্নাঘর থেকে তাঁর জামাতা আসাদুজ্জামান তাছেরের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শ্যামনগর থানা পুলিশ ওই বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের আড়া থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

নিহত আসাদুজ্জামান একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আসাদুজ্জামান আত্মহত্যা করেছে বলে তাঁর শ্বশুর বাড়ির লোকজন দাবি করলেও নিহতের স্বজনদের দাবি হত্যার পর মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আসাদুজ্জামান তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে যায়। এরপর বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের আড়ায় তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহতের পিতা নুর হোসেন গাজী জানান, বাবার বাড়িতে অবস্থানরত স্ত্রী মারুফাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বুধবার সন্ধ্যায় তাঁর ছেলে শ্বশুর বাড়িতে যায়। কিন্তু কয়েক দিন আগে তাঁকে তালাক দিয়েছে জানিয়ে দেওয়ার পরও আসাদুজ্জামান বাড়ি না ফেরায় বাগ্বিতণ্ডার জেরে তাকে মারধর করে শ্যালক বাসার ও রহমানসহ কয়েকজন। একপর্যায়ে তার ছেলের মৃত্যু হলে মরদেহটি ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে তাঁর শ্বশুর বাড়ির লোকজন।

নিহত যুবকের মামা আবু ইসহাক জানান, রান্না ঘরে ঝুলন্ত মরদেহের হাঁটু মাটিতে লেগেছিল। তাতে স্পষ্ট যে এত কম উচ্চতায় তার পক্ষে সেখানে ঝুলে আত্মহত্যা করা সম্ভব না। শ্বশুর ও শ্যালকদের আটক করে জিজ্ঞাসাবাদে তাঁর ভাগ্নের মৃত্যুর প্রকৃত রহস্য বের হবে বলেও দাবি করেন।

আসাদুজ্জামানের শ্বশুর সুরত আলী বলেন, শারীরিক নির্যাতনের কারণে দীর্ঘদিন ধরে মেয়ে আমার বাড়িতে অবস্থান করছে। এ সময়ের মধ্যে আমার মেয়ে আসাদুজ্জামানকে তালাক দেয়। গত বুধবার রাতে এসে এ ঘটনা জানতে পেরে মনঃকষ্টে জামাই সবার অগোচরে আত্মহত্যা করেছে।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত