Ajker Patrika

পাল্টা কমিটি দেওয়ায় দুই নেতা বহিষ্কৃত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫: ২৭
Thumbnail image

লক্ষ্মীপুরের কমলনগরে পাল্টা কমিটি দেওয়ায় উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও জামাল উদ্দিন।

দলীয় সূত্র জানা গেছে, ৩ এপ্রিল উপজেলার ৯টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু ও সদস্যসচিব জাফর আহমেদ ভূঁইয়া।

সম্প্রতি উপজেলা কমিটির ৪ জন যুগ্ম আহ্বায়ক ও একজন সদস্য কয়েকটি ইউনিয়নে পাল্টা কমিটির অনুমোদন দেন।

আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষর ছাড়া কমিটি অনুমোদন দিয়ে তাঁরা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। ফলে জেলা ছাত্রদল তাঁদের সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়। তিনজন উপস্থিত হয়ে জবাব দিয়েছেন। কিন্তু আক্তার ও জামাল দেননি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন তাঁদের বহিষ্কার করেন।

এ ব্যাপারে বহিষ্কৃত নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, বহিষ্কৃত নেতারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ জন্য তাঁদের জবাব চাওয়া হয়েছে। কিন্তু তাঁরা শোনেননি। এ জন্য গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত