Ajker Patrika

দুই উপজেলায় আ.লীগের ২৫ বিদ্রোহী বহিষ্কার

মহম্মদপুর ও শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২১: ৪৮
দুই উপজেলায় আ.লীগের  ২৫ বিদ্রোহী বহিষ্কার

মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী হওয়ায় আওয়ামী লীগের ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই অভিযোগে শালিখা উপজেলার ১০ আওয়ামী লীগ নেতাও বহিষ্কার হয়েছেন।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কার ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষে কোনো দলীয় নেতা কাজ করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুরে বহিষ্কার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা হলেন বাবুখালী ইউনিয়নের আলী আহম্মেদ মৃধা মিঞ্জু, মিজানুর রহমান পলাশ ও সঞ্জয় বিশ্বাস; বিনোদপুরের সাকিবুল ইসলাম পিকুল; দীঘার মো. মোস্তাফিজুর রহমান, মো. হাসানুজ্জামান ও আলী রেজা; রাজাপুরের মো. শাখারুল ইসলাম শাকিল ও শহিদুল ইসলাম সাগর; বালিদিয়ার মো. পান্নু মোল্যা; মহম্মদপুরের মো. ইকবল আক্তার কাফুর উজ্জ্বল ও ইউসুফ শেখ; পলাশবাড়ীয়ার মো. রবিউল ইসলাম, সৈয়দ সিকান্দার আলী এবং নহাটা ইউনিয়ন পরিষদের মো. তৈয়েবুর রহমান।  

বহিষ্কৃত বাবুখালী ইউপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রজমান বলেন, বিষয়টি তিনি এখনো জানি না। তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

শালিখায় বহিষ্কৃত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা হলেন ধনেশ্বরগাতীর সরোয়ার মল্লিক, তালখড়ির শামছুর রহমান ও মজনু মিয়া, আড়পাড়ার মো. আরজ আলী বিশ্বাস, শতখালীর কামাল হোসেন ও আকবর আলী, শালিখার আলতাফ মোল্যা ও আনিছুর মোল্যা, বুনাগাতীর ইমদাদুল হক এবং গঙ্গারামপুর ইউপির সামছুর রহমান। এর মধ্যে আরজ আলী বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছরোয়ার মল্লিক জেলা আওয়ামী লীগের সদস্য, মজনু মিয়া তালখড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি, আকবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সামছুর রহমান, কামাল হোসেন, আলতাফ মোল্যা, আনিছুর মোল্যা, ইমদাদুল হক ও শামসুর রহমান আওয়ামী লীগ নেতা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, উপজেলা আওয়ামী লীগের সুপারিশে জেলা আওয়ামী লীগের সভায় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। এসব প্রার্থীর পক্ষে যদি কোনো নেতা কাজ করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, পরে তাঁদেরও দল থেকে বহিষ্কার করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত