Ajker Patrika

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪: ৩১
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী দিবস পালন

কুমিল্লায় শোভাযাত্রা, আলোচনা সভা, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর বিভিন্ন স্থানে এসব কর্মসূচির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা নগরে সকালে শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ তাজিয়া প্রমুখ।

পরে বীরচন্দ্রনগর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মিলিত নারী ফোরাম কুমিল্লার আয়োজনে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরুন্নেছা বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী ফোরাম কুমিল্লার সভাপতি পাপড়ি বসু।

চৌদ্দগ্রামে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ফেরদৌসি আক্তার, সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আমেনা বেগম, চৌদ্দগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত প্রমুখ।

হোমনায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের মো. আল আমিন সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, থানার ওসি (তদন্ত) আজিজুল বারী নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, উপজেলা তথ্য আপা হামিয়া কাউসার মীম।

পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

তিতাসে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস প্রমুখ।

এর আগে পরিষদের প্রধান ফটক থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

ব্রাহ্মণপাড়ায় বেলা ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত