Ajker Patrika

বিদায় ডেসমন্ড টুটু

রয়টার্স, জোহানেসবার্গ
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৯: ১১
বিদায় ডেসমন্ড টুটু

কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মধ্যে দীর্ঘকাল বিভাজন ছিল দক্ষিণ আফ্রিকায়। নিজেদের দেশেই অবজ্ঞার শিকার হতে হয় কৃষ্ণাঙ্গদের। এ বিভাজন দূর করে অধিকার আদায়ের অহিংস আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়াদের মধ্যে অন্যতম আর্চবিশপ ডেসমন্ড টুটু। অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি। গতকাল রোববার ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ণবাদবিরোধী নোবেলজয়ী এ নেতা। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত শতকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই হাসপাতালে যেতে হয়। তবে গতকাল তাঁর মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের দপ্তর।

বর্ণবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের জন্য ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এ নেতা এক দশক পরেই শান্তির বার্তা পান। বিভাজনকারী সেই শ্বেতাঙ্গ প্রশাসনের পতনের সাক্ষী হন তিনি। দায়িত্ব পালন করেন ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবে। স্পষ্টভাষী টুটুকে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ সবাই জাতির বিবেক হিসেবে মনে করত। একটি বিভক্ত জাতিকে একত্র করার জন্য তাঁর ভাবনা ও বিশ্বাসই এর প্রমাণ।

বিশ্বব্যাপী বহুল সমাদৃত এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি জানান, স্বাধীন দক্ষিণ আফ্রিকা গড়ায় অগ্রনায়কদের আরেকজনকে হারাতে হলো।

টুটুকে ‘আইকনিক আধ্যাত্মিক নেতা, বর্ণবাদবিরোধী কর্মী ও বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের সৈনিক’ আখ্যা দিয়ে রামাফোসা বলেন, ‘তিনি এমন এক দেশপ্রেমিক ছিলেন, যার সমতুল্য কেউ নয়। তিনি ছিলেন নীতি ও বাস্তবিক পরিস্থিতির সমন্বয়কারী এক নেতা।’

অক্টোবর থেকেই শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে ডেসমন্ড টুটুর। ওই সময় থেকেই হুইলচেয়ারে করে চলাচল শুরু করেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের মৃত্যুর কয়েক সপ্তাহ পর টুটুর মৃত্যুর খবর এল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত