Ajker Patrika

পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে ফের খোঁচা মোদির

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪: ৫১
Thumbnail image

ভারতে কংগ্রেসের পরিবারতন্ত্রই ক্ষমতাসীন বিজেপির আক্রমণের মূল লক্ষ্য। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গতকাল দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এটাই বুঝিয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অংশ নিয়ে দলীয় কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করেন মোদি। বলেন, ‘বিজেপি কোনো পরিবারকে ঘিরে আবর্তিত নয়। জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চলছে। তাই মানুষও আজ ক্ষমতায় নিয়ে এসেছে বিজেপিকে।’

এ বৈঠকে অংশ নেন ৩৪২ জন প্রতিনিধি। পরে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব সাংবাদিকদের জানান, মানুষের আস্থা অর্জনে বিজেপি কর্মীদের আরও বেশি সক্রিয় হতে বলেছেন মোদি। অন্যদিকে, মোদির বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত