Ajker Patrika

২০২৫ সালে আইটি খাতে ৩০ লাখ কর্মসংস্থান হবে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৮: ১১
২০২৫ সালে আইটি খাতে ৩০ লাখ কর্মসংস্থান হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ৩০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করবে দেশ। এ জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি অফিস, পুলিশ স্টেশন এবং কমিউনিটি হেলথ কেয়ারও ফাইবার অপটিক্যাল কেবলের আওতায় আনা হচ্ছে।’

গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৮৫ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে উচ্চমানের ইন্টারনেটের আওতায় আনা হবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবছর আইসিটি সেক্টর থেকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার রপ্তানি করছি। গত ১৩ বছরে ২০ লাখ তরুণ-তরুণীর প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যেখানে সাড়ে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সার, সাড়ে ৩ লাখ ই-কমার্স এবং হার্ডওয়্যার-সফটওয়্যার তৈরি হয়েছে।’ সভায় প্রতিমন্ত্রী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান।

স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত