Ajker Patrika

ওষুধ কেনা নিয়ে তর্ক যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ১৯
ওষুধ কেনা নিয়ে তর্ক  যুবককে কুপিয়ে হত্যা

পাবনা শহরে ওষুধ কেনা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে শহরের দিলালপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সোহাগ হোসেন (২৬)। তিনি পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের নতুন মাদারবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় নির্মাণশ্রমিক (স্যানিটারি মিস্ত্রি) ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে তিনি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের ওষুধের দোকানে কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ওষুধের দোকানে ওষুধ কেনার সময় একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সোহাগের। সেখান থেকে ফেরার পথে সোহাগকে কুপিয়ে হত্যা করে ওই যুবক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত