Ajker Patrika

রাবির ভর্তি প্রক্রিয়ায় পোষ্য কোটা বাতিলের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ৪৩
রাবির ভর্তি প্রক্রিয়ায় পোষ্য কোটা বাতিলের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি প্রক্রিয়া থেকে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যলয় শাখা ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এ দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মাধ্যমে অকৃতকার্যদের ভর্তি করানো হয় সেটি আমাদের জানা নেই। কোটা প্রয়োজন শুধু অনগ্রসর গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য। যারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা কীভাবে পিছিয়ে পড়া হয়, সেটি আমাদের বোধগম্য নয়। এই কোটার মাধ্যমে ভর্তি একটি স্বৈরাচারী সিদ্ধান্ত।’

চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাস মার্ক ৪০ নম্বর ধার্য করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার জন্য ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০ থেকে ৩০ করে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত