Ajker Patrika

অর্থনীতি বদলে দিচ্ছেন পপ তারকারা

অর্থনীতি বদলে দিচ্ছেন পপ তারকারা

টেইলর সুইফট থেকে বিয়ন্সে—জনপ্রিয় পপ তারকারা ঠৌঁটে গান নিয়ে এখন দুনিয়া চষে বেড়াচ্ছেন। বেরিয়ে পড়েছেন ওয়ার্ল্ড ট্যুরে। তাঁদের কনসার্ট দেখতে উপচে পড়ছে দর্শক। এসব কনসার্ট শুধু যে বিনোদনেই জোয়ার এনেছে তা নয়। অর্থনীতিবিদেরা বলছেন, পপ তারকাদের ওয়ার্ল্ড ট্যুর প্রভাব ফেলছে প্রবৃদ্ধি, পর্যটন এমনকি মুদ্রাস্ফীতিতেও। লিখেছেন খায়রুল বাসার নির্ঝর

টেইলর সুইফটের ইরাস ট্যুর
গত ১৭ মার্চ থেকে ইরাস ট্যুর শুরু করেছেন টেইলর সুইফট। চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। এ সাংগীতিক সফরে ১১৭টি কনসার্টে গাইবেন সুইফট। এরই মধ্যে হয়ে গেছে ২০টির বেশি কনসার্ট। এসব কনসার্টে এত দর্শক এসেছেন, যা কল্পনাতীত। অনেক রেকর্ড ভেঙেচুরে নতুন মাইলফলক গড়েছেন সুইফট। আর আয়? সেটাও কল্পনাতীত। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, এখন সুইফটের মোট সম্পদের পরিমাণ ৭৪০ মিলিয়ন ডলার। এ ট্যুর এ বছরই তাঁকে বিলিয়নিয়ারের কাতারে দাঁড় করিয়ে দেবে।

এ তো গেল ব্যক্তি সুইফটের অর্থনৈতিক অবস্থার কথা। তিনি যেসব শহরে কনসার্ট করতে যাচ্ছেন, বদলে যাচ্ছে সেসব শহরের অর্থনৈতিক পরিস্থিতিও। অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন ফরচুনের দেওয়া তথ্য বলছে, শুধু যুক্তরাষ্ট্রেই এ ট্যুরের কারণে ৪.৬ বিলিয়ন ডলার ব্যয় করবে মানুষ। সুইফটের কনসার্ট দেখতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক দেশ থেকে অন্য দেশে সফর করছেন ভক্তরা। এতে ট্যুরিজম সেক্টর সমৃদ্ধ হচ্ছে, হোটেলগুলোতেও বাড়ছে ভিড়। যেমন শিকাগোতে সুইফটের কনসার্টের সময় হোটেল অকুপেন্সি রেট বেড়েছিল ৯৬.৮ শতাংশ, যা একটি রেকর্ড। আমেরিকান অর্থনীতি বিশ্লেষক ক্যালি কক্স বলছেন, ‘প্রতি সপ্তাহে যেসব শহরে টেইলর সুইফট গেছেন, তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সেসব জায়গায় হোটেলগুলোতে অকুপেন্সি রেট বেড়েছে, সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি।’

এলটন জনকোল্ডপ্লের মিউজিক অব দ্য স্পেয়ারস ট্যুর
প্রায় দুই বছরের সাংগীতিক সফরে বেরিয়েছে ব্রিটিশ রক ব্যান্ড ক্লোল্ডপ্লে। সফর শুরু হয়েছিল ২০২২ সালের মার্চে, শেষ হবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি। আগামী জানুয়ারিতে তারা ছয়টি কনসার্ট করবে সিঙ্গাপুরে। কোল্ডপ্লের সফরকে ঘিরে সিঙ্গাপুরের একটি ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম জরিপ করে দেখেছে, জানুয়ারিতে সেখানকার হোটেলগুলোতে ভিড় অনেকটাই বাড়তে পারে। কারণ, কনসার্টটি দেখতে পাশের দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবেন অনেকে। এ ছাড়া ভারত, হংকং, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে আসা পর্যটকের সংখ্যা বাড়বে। এখন থেকেই হোটেলের খোঁজে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, যা অন্য যেকোনো সময়ের তুলনায় ৫৫৬ শতাংশ বেশি।

ক্রিস মার্টিন (কোল্ডপ্লে)এলটন জনের ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর
৭৬ বছর বয়সেও গান নিয়ে বিদেশবিভুঁই ছুটে বেড়াচ্ছেন এলটন জন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে তিনি শুরু করেছিলেন ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর, যার সমাপ্তি টেনেছেন গত শনিবার, সুইডেনে। প্রায় পাঁচ বছরের এই দীর্ঘ সফরের শেষ দিনে এসেছিলেন ৩০ হাজারের বেশি দর্শক। গত জুনে তিনি গেয়েছিলেন ব্রিটেনে। ওই সময় এলটনের কনসার্ট উপভোগ করতে প্রায় দেড় লাখ মানুষ প্রত্যেকে ৩৪০ পাউন্ড খরচ করে গ্ল্যাসটোনবারি ফেস্টিভ্যালের টিকিট কিনেছিলেন। এ কারণে যুক্তরাজ্যে এ বছরের মে মাসে বিনোদন খাতে খরচ বেড়েছিল ৬.৮ শতাংশ, যা অর্থনীতিতে বেশ বড় প্রভাব ফেলেছে।

বিয়ন্সেবিয়ন্সের স্টকহোম কনসার্ট
এ বছরের মে মাসে সুইডেনের স্টকহোমে কনসার্ট করেছিলেন পপতারকা বিয়ন্সে। তাঁর এই কনসার্ট নেতিবাচক প্রভাব ফেলেছে সুইডেনের অর্থনীতিতে। বিয়ন্সের গান শুনতে নানা দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক এসেছিলেন। এমনিতেই দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ছিল কিছুটা নাজুক। এত মানুষের সমাগম হঠাৎ করেই মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। সুইডেনের ডান্সকে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মাইকেল গ্রান ব্যাখ্যা করেছেন, কীভাবে বিয়ন্সের সফর দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি জানান, বিয়ন্সের দুটি কনসার্টের প্রতিটিতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছে, যার প্রায় অর্ধেক এসেছেন বিভিন্ন দেশ থেকে। ফলে হোটেল ও রেস্তোরাঁগুলোতে বাড়তি ভিড় হয়েছে, বেড়েছে খাদ্য ও পোশাক কেনার হার। যে কারণে অনেক পণ্যেরই মূল্য বেড়েছে লাফিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত