Ajker Patrika

সরে দাঁড়ালেন ১০ চেয়ারম্যান প্রার্থী

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
Thumbnail image

ভেদরগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ১০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্য গত ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই দিন সাধারণ সদস্য পদের ৮ জন, সংরক্ষিত নারী আসনের একজনের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, মহিষার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমেদ ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর আসনের ফজিলত নেসা (লাকী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা চত্বরে নির্বাচনে অংশে নেওয়া চেয়ারম্যান, সদস্য পদপ্রার্থীদের ঘিরে সমর্থকদের ভিড় জমেছে।

চরসেনসাস ইউপির আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিতু মিয়া বলেন, ‘আজ (সোমবার) মার্কা বরাদ্দ পেলাম। আমি আনারস মার্কা পেয়েছি। আগামী ২৬ তারিখের নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা করি।’

মহিষার ইউনিয়নের ভোটার লোটাস মোড়ল বলেন, ‘দলীয় প্রতীক বিহীন নির্বাচন হওয়ায় আমরা আনন্দিত। আমাদের এবার নাগরিক অধিকার ফিরে এসেছে। ভোট দেওয়ার জন্য সুষ্ঠু পরিস্থিতি হলে আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাব। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করব।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত তোফায়েল আহমেদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের সেবা করার জন্য এবং জনগণের সেবক হয়ে কাজ করার জন্য। আমাকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মেম্বার (ইউপি সদস্য) হওয়ার সুযোগ করে দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমার ওয়ার্ডের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে এক সঙ্গে কাজ করব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমদ্দিন বলেন, ‘মঙ্গলবার আমরা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছি। ১২ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, সাধারণ সদস্য একজন ও সংরক্ষিত নারী আসনের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন হবে সুষ্ঠু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত