Ajker Patrika

মতলববাজির জন্য বারবার খালেদাকে টানছে সরকার

রেজা করিম, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৯: ৪৩
মতলববাজির জন্য বারবার খালেদাকে টানছে সরকার

বারবার আলোচনায় আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না, কদিন আগেই জোর আলোচনা চলল তা নিয়ে। বিষয়টিতে সরকারের মন্ত্রীরা দ্বিধাবিভক্ত হলেও অনেকটাই নির্বিকার থেকেছে বিএনপি। সেই আলোচনা থামতে না থামতেই এবার তাঁর বিদেশে চিকিৎসা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ওই সংবাদকে সরকারের পক্ষ থেকে ‘অসত্য’ বলা হলেও এ নিয়ে আবারও সরকারকে সন্দেহের চোখে দেখছে বিএনপি।

নির্বাচন সামনে রেখে বিএনপিকে বিপদে ফেলতে নানা রকম মতলববাজির অংশ হিসেবে এমনটা করছে বলে মনে করছেন দলটির নেতারা।

গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের আলোচনা শুরু হয়। সংবাদে বলা হচ্ছে, শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করবে সরকার। আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে সংবাদে উল্লেখ রয়েছে। যদিও এ খবরকে ‘অসত্য’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 
গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগের ওই খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে যে তথ্য দেওয়া হচ্ছে তা অসত্য।

খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি না? তাঁকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য একটি আবেদন করেছেন। সেই ফাইলটা মন্ত্রণালয়ে এসেছে। তবে সেটি মন্ত্রীর টেবিলে আসেনি। ফাইলটি আসলে আইন মন্ত্রণালয়ের মতামতের পর সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

যদিও কোনো শর্তে আর খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিই তুলছেন দলটির নীতিনির্ধারকেরা। গতকাল গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমরা একেবারে শর্ত ছাড়া তাঁর মুক্তি চাই।’

বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ খবরের সঙ্গে সরকারের গভীর কোনো ষড়যন্ত্র আছে। তাঁরা বলছেন, পাঁচ বছর ধরে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হচ্ছে। যখন তিনি গুরুতর অসুস্থ হলেন, তখন বিদেশে চিকিৎসার কোনো খবর শোনা গেল না। নির্বাচনের আগে কেন এমন খবর আসছে, সেটা সবারই জানা। আসলে এগুলো সরকারেরই পাতানো খেলার অংশ।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল এক নেতা আজকের পত্রিকাকে বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ আসছে, এ খবরকে আইনমন্ত্রী এখন অসত্য বলছেন। এটা আসলে তাঁর এবং তাঁদের মতলববাজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত