Ajker Patrika

সরাইলে প্রথম নারী চেয়ারম্যান আসমা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
সরাইলে প্রথম নারী চেয়ারম্যান আসমা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী নির্বাচিত হয়েছেন। তাঁর নাম আসমা আক্তার। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১ নম্বর শাহজাদাপুর থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর সরাইল উপজেলার ৯টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারই প্রথম উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছিলেন তিন নারী। অপর দুজন হেরে গেলেও আসমা জয়ী হন।

আসমা আক্তার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মো. আরমান মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা মো. জারু মিয়া বলেন, সরাইলের ইতিহাসে এবারই প্রথম চেয়ারম্যান পদে একজন নারী নির্বাচিত হলেন।

এদিকে তাঁর বিজয়ের পর সব মহল থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। বিষয়টি এখন উপজেলাজুড়ে মানুষের মুখে মুখে। আসমা আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশা আল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও একধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত