Ajker Patrika

সড়কের ওপর নির্মাণ সামগ্রী, চলা দায়

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৩: ০৩
Thumbnail image

পাইকগাছা পৌরসভা সড়কের ওপর ভবনের নির্মাণসামগ্রী ইট, বালু, পাথর ও ইটভাঙার কল রাখা হয়েছে। এ কারণে পথচারীসহ যান চলাচল করা দায় হয়ে পড়েছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। ইটভাঙার কলের ধুলাবালিতে শিক্ষার্থী ও পথচারীরা নাকে রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইনজীবী আব্দুস সবুর বাড়ির সামনে থেকে পাইকগাছা সরকারি কলেজের পাশ দিয়ে সড়কের ওপর বালি ও ইটভাঙার কল বসানো হয়েছে। পৌর সদরের প্রধান সড়ক হতে বিকল্প সড়ক হিসাবে ছাত্রছাত্রীরা ব্যবহার করে থাকে।

এ সড়ক দিয়ে পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন ইস্কুলের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে জনসাধারণ মোটরসাইকেল ও ভ্যানে করে পৌর সদরে আসা যাওয়া করে। এ কারণে ওই স্থানে প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পাইকগাছা কলেজের দ্বিতীয় বর্যের ছাত্রী রুপা আহম্মদ বলেন, রাস্তায় বালি রাখায় বাতাসে চোখে মুখে বালি ঠোকে। সে কারণে আমাদের প্রতিদিন মুখে কাপড় দিয়ে চলতে হয়। আর ইট ভাঙা কলের ধুলায় জামাকাপড় নষ্ট হচ্ছে।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। লস্কর ইউনিয়ন থেকে আগত মোটরসাইকেল চালক উত্তম মণ্ডল জানান, রাস্তার ওপর বালি থাকায় শনিবার আমি মোটরসাইকেল নিয়ে পড়ে পা কেটে গেছে। এ রকম অহরহ দুর্ঘটনা ঘটছে। গদাইপুর ইউনিয়ন থেকে পৌর সদরে আসার সময় এক পথচারী বলেন, আইনজীবী আব্দুল হামিদের বাড়ির সামনে ইট বালি ও ইটভাঙা কল থাকায় যানজট লেগেই রয়েছে। একদিকে গরম, অন্যদিকে যানজটে অতিষ্ঠ পথ যাত্রীরা।

স্থানীয় প্রমথ রঞ্জন সানা জানান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেনকে একটি বীর নিবাস সরকার দিয়েছে। বীর নিবাসের তৈরির যত ইট বালি সব সড়কের ওপর রেখে ঠিকাদার এ ঘর নির্মাণ করছে। আমরা ঠিকাদারকে অনেকবার বলেছি কিন্তু তারা শোনেনি। ঠিকাদার আব্দুস সামাদ জানান, বীর নিবাস তৈরি করার জায়গাটি খুব কম। মালামাল রাখার কোন জায়গা না থাকায় রাস্তার ওপর রেখেছি। মালামাল আমি সরিয়ে নেব।

পাইকগাছা থানার প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তার ওপর থেকে মালামাল সরানোর জন্য বলেছি। কোনোভাবে নির্মাণ সামগ্রী রাস্তার ওপর রাখা যাবে না। পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রজ্ঞু বলেন, রাস্তা বন্ধ করে কোন স্থাপনার মালামাল রাখা যাবে না। যদি কেউ রেখে থাকে তাহলে সরানোর জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হবে। যদি না সরানো হয় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত