Ajker Patrika

তাড়াশে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ৪১
তাড়াশে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবসে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে নওগাঁ বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সকালে ঐতিহাসিক নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে যুদ্ধকালীন সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোরাব আলীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক মো. আব্দুল আজিজ।

এ সময় বক্তব্য দেন পলাশডাঙ্গা যুব শিবিরের সহসর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পলাশডাঙ্গা যুব শিবিরের কোম্পানি কমান্ডার আব্দুর রহমান মিঞা, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত