Ajker Patrika

নকল খাদ্য তৈরি করায় ৬ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮: ৩০
নকল খাদ্য তৈরি করায় ৬ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরির অপরাধে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০ লাখ টাকার নকল শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় র‍্যাব ছাড়াও বিএসটিআই-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন সিকান্দার মাহমুদ।

গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। এতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরির অপরাধে নিউ ফরসা ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপক ও অপারেটরকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে কোম্পানিটির ব্যবস্থাপক বিশ্বজিৎ মল্লিককে (৩০) ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর অপারেটর মো. হযরত আলীকেও (২৬) ৩ লাখ জরিমানা করা হয়। এ সময় প্রায় ১০ লাখ টাকার নকল শিশু খাদ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

রাকিব মাহমুদ খান বলেন, ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষায় র‍্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল খাদ্যে তৈরির প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত