Ajker Patrika

বিধিনিষেধেও অর্থনীতি সচল রাখতে প্রস্তুত সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৯: ৪৫
বিধিনিষেধেও অর্থনীতি সচল রাখতে প্রস্তুত সরকার

করোনা মোকাবিলায় ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সব ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, করোনার কারণে ভয়ের কিছু নেই, এটি এত ভয়াবহ ক্ষতি করবে না।

অর্থমন্ত্রী গতকাল রোববার অর্থনৈতিক বিষয়ক এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। তার ফলে অর্থনীতিতে কী ধরনের চাপ তৈরি হতে পারে—এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা মনে করি, বেশি ভয় পাওয়ার কিছু নেই। এটি আমরা আমাদের বিদ্যমান সক্ষমতা দিয়ে আগের মতো এবারও মোকাবিলা করতে সক্ষম হব।’

সরকারঘোষিত প্রণোদনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেসব প্রণোদনা দিয়েছি, এগুলো যারা পাওয়ার যোগ্য, তারা অবশ্যই পাবে। বাতিল হয়ে যাবে না, দেরিতে হলেও তারা তা পাবে। কারণ, বাতিলের কোনো ব্যবস্থা নেই। যে শর্ত সাপেক্ষে আমরা দিয়েছি সেই শর্ত পূরণ করলে তারা সেটি পেয়ে যাবে। আমার ধারণা, এখানে ভুল-বোঝাবুঝি আছে, হয়তো কোনো কারণ থাকতে পারে।’

ক্রয় কমিটির সভায় পায়রা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের পূর্ত কাজের জন্য ৬৪০ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন এবং আধুনিক স্টিল সাইলো নির্মাণে পরামর্শক নিয়োগের ব্যয় বাড়িয়ে ৭ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এসব বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্ট’-এর আওতায় আধুনিক স্টিল সাইলো নির্মাণকাজে পরামর্শক প্রতিষ্ঠান গেরিকো ফ্রান্সের ব্যয় বাড়িয়ে ৭ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডিপিএম-০১ এর নির্মাণকাজের ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ২৪৯ কোটি ১ লাখ ৫৩ হাজার ৭৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘শরীয়তপুর-জাজিরা-নওডোবা (পদ্মা ব্রিজ সংযোগ সড়ক) উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০১-এর পূর্ত কাজ এম/এস সালেহ আহমেদের নিকট থেকে ১২৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৫৫৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইয়ামাল কি তাহলে এভাবেই হারিয়ে যাবেন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

এলাকার খবর
Loading...