আজকের পত্রিকা ডেস্ক
সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরই ভাড়া বেড়েছে আন্তজেলাসহ দূরপাল্লার বাসে। এমনকি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার (প্যাডেল ও ব্যাটারি উভয়ই) চালকেরাও যাত্রীদের কাছ থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। এরপরও পরিবহন-সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গতকাল শনিবার টাঙ্গাইল সদর, মধুপুর ও শেরপুর ঘুরে দেখা গেছে এমন চিত্র। প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল অনেকটাই কমে গেছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে স্বাভাবিক সময়ের তুলনায় খুব কমসংখ্যক বাস ছেড়ে গেছে দূরপাল্লার উদ্দেশে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সকালে মহাসড়কের এলেঙ্গা এলাকায় কথা মো. মনসুর ও আজহার আলী নামের দুই যাত্রীর সঙ্গে। তাঁরা জানান, অন্যদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহন অনেক কম। সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহনে উঠতে পারেননি।
ধলেশ্বরী পরিবহনের বাসচালক সোহেল মিয়া বলেন, ‘ডিজেলের দাম বেড়েছে। তাই আগে ঢাকার ভাড়া ১৬০ টাকা হলেও আজকে ২০০ টাকা নেওয়া হচ্ছে।’
জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল বলেন, ‘সরকারিভাবে ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে। আশা করছি, দ্রুতই ভাড়া সমন্বয় করা হবে।’
মধুপুর: বিব্রতকর অবস্থায় পড়েছেন পরিবহন ব্যবসায়ী ও যাত্রীরা। একলাফে লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ায় পরিবহন চালকেরা গাড়ি নিয়ে রাস্তায় নামেননি। ফলে যান ও জনপূর্ণ মধুপুর বাসস্ট্যান্ড অনেকটা কোলাহলমুক্ত। অল্প কিছু গাড়ি রাস্তায় নামলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তেলের নতুন দাম কার্যকর হওয়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কায় গাড়ি নিয়ে রাস্তায় নামেননি চালকেরা। মালিক সমিতি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর তাঁরা সড়কে বাস নামাবেন বলে জানিয়েছে।
গার্মেন্টস শ্রমিক আতিকুল ইসলাম বলেন, ‘আমরা তিনজন প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি। ভাড়ায় বনিবনা না হওয়ায় যেতে পারছি না। আমরা স্বল্প আয়ের মানুষ। সবকিছুর দাম বেড়েছে। আমাদের আয় বাড়েনি। চোখে-মুখে অন্ধকার দেখছি।’
শেরপুর: শহরের খোয়ারপাড় এলাকার একটি ফিলিং স্টেশনে গত শুক্রবার রাত ১১টার দিকে দেখা গেছে, পাম্পটি চালু থাকলেও তেল না পেয়ে লাইনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়িচালকেরা। তবে গতকাল সকালে শহরের পাম্পগুলোতে দেখা যায়, সেখানে রাতের মতো ভিড় নেই। অলস সময় কাটাচ্ছেন পাম্পের শ্রমিকেরা। একজন পাম্প কর্মচারী জানান, ক্রেতাদের ভিড় কম। তেল নিতে আসা মো. সিদ্দিক মিয়া জানান, এভাবে দেড় গুণ দাম বাড়ানো অযৌক্তিক। এতে জীবনযাত্রায় বেশ প্রভাব পড়বে।
তবে দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়নি এখনো। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে ছেড়ে যাচ্ছে ঢাকাগামীসহ দূরপাল্লার বাস।
সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরই ভাড়া বেড়েছে আন্তজেলাসহ দূরপাল্লার বাসে। এমনকি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার (প্যাডেল ও ব্যাটারি উভয়ই) চালকেরাও যাত্রীদের কাছ থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। এরপরও পরিবহন-সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গতকাল শনিবার টাঙ্গাইল সদর, মধুপুর ও শেরপুর ঘুরে দেখা গেছে এমন চিত্র। প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল অনেকটাই কমে গেছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে স্বাভাবিক সময়ের তুলনায় খুব কমসংখ্যক বাস ছেড়ে গেছে দূরপাল্লার উদ্দেশে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সকালে মহাসড়কের এলেঙ্গা এলাকায় কথা মো. মনসুর ও আজহার আলী নামের দুই যাত্রীর সঙ্গে। তাঁরা জানান, অন্যদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহন অনেক কম। সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহনে উঠতে পারেননি।
ধলেশ্বরী পরিবহনের বাসচালক সোহেল মিয়া বলেন, ‘ডিজেলের দাম বেড়েছে। তাই আগে ঢাকার ভাড়া ১৬০ টাকা হলেও আজকে ২০০ টাকা নেওয়া হচ্ছে।’
জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল বলেন, ‘সরকারিভাবে ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে। আশা করছি, দ্রুতই ভাড়া সমন্বয় করা হবে।’
মধুপুর: বিব্রতকর অবস্থায় পড়েছেন পরিবহন ব্যবসায়ী ও যাত্রীরা। একলাফে লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ায় পরিবহন চালকেরা গাড়ি নিয়ে রাস্তায় নামেননি। ফলে যান ও জনপূর্ণ মধুপুর বাসস্ট্যান্ড অনেকটা কোলাহলমুক্ত। অল্প কিছু গাড়ি রাস্তায় নামলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তেলের নতুন দাম কার্যকর হওয়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কায় গাড়ি নিয়ে রাস্তায় নামেননি চালকেরা। মালিক সমিতি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর তাঁরা সড়কে বাস নামাবেন বলে জানিয়েছে।
গার্মেন্টস শ্রমিক আতিকুল ইসলাম বলেন, ‘আমরা তিনজন প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি। ভাড়ায় বনিবনা না হওয়ায় যেতে পারছি না। আমরা স্বল্প আয়ের মানুষ। সবকিছুর দাম বেড়েছে। আমাদের আয় বাড়েনি। চোখে-মুখে অন্ধকার দেখছি।’
শেরপুর: শহরের খোয়ারপাড় এলাকার একটি ফিলিং স্টেশনে গত শুক্রবার রাত ১১টার দিকে দেখা গেছে, পাম্পটি চালু থাকলেও তেল না পেয়ে লাইনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়িচালকেরা। তবে গতকাল সকালে শহরের পাম্পগুলোতে দেখা যায়, সেখানে রাতের মতো ভিড় নেই। অলস সময় কাটাচ্ছেন পাম্পের শ্রমিকেরা। একজন পাম্প কর্মচারী জানান, ক্রেতাদের ভিড় কম। তেল নিতে আসা মো. সিদ্দিক মিয়া জানান, এভাবে দেড় গুণ দাম বাড়ানো অযৌক্তিক। এতে জীবনযাত্রায় বেশ প্রভাব পড়বে।
তবে দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়নি এখনো। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে ছেড়ে যাচ্ছে ঢাকাগামীসহ দূরপাল্লার বাস।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪