মাদারীপুর প্রতিনিধি
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। মাদারীপুরের বাজারগুলোতে সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনা। শেষ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় বাড়ায় দম ফেলার ফুরসত নেই দোকানিদের।
মাদারীপুরের পুরান বাজার, চরমুগরিয়া, মস্তফাপুর, ঘটকচরসহ অন্তত অর্ধশত শপিং মল কিছুটা দেরিতে হলেও ক্রেতা-বিক্রেতার পদচারণে মুখর হয়ে উঠেছে। রাজৈর উপজেলার টেকেরহাট, রাজৈর বাজার, কালকিনির উপজেলার ভূরঘাটা, কালকিনি পৌর মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে। একদিকে বিক্রেতারা নতুন নতুন পোশাক নিয়ে দোকান ভরপুর করছে, আর অন্যদিকে মার্কেটে ক্রেতারা ছুটছেন নিজ সাধ্যমতো পছন্দের পোশাক বাছাই করে কিনতে।
পুরানবাজারের বস্ত্র বিতানের মালিক শাহ্ আলম বলেন, ‘২০ রোজার পর থেকে কেনা বেচা একটু বাড়ছে। আর ২৫ রোজার পর সবচে বেশি কাপড়-চোপড় বেচা হচ্ছে। শিশু-কিশোরদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। যে কারণে অন্য সময়ের চেয়ে এখন বেশি ব্যস্ত সময় পার করছি।’
আরেক দোকানি বলেন, ‘পরপর দুই বছর করোনার কারণে তেমন বিক্রি হয়নি। এবার একটু ভালোই বিক্রি হচ্ছে। শেষ মুহূর্তে বিক্রি ভালো হওয়ায় বছরের অন্য সময়ের চেয়ে ভালো আছি। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। এ কারণে ক্রেতাদের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা হয়।’
ঈদের নতুন পোশাক কিনতে আসার সাইদুর রহমান বলেন, ‘ঈদে নতুন পোশাক ছাড়া ভাবাই যায় না। তাই নিজের ও পরিবার পরিজন নিয়ে নতুন পোশাক কিনতে এসেছি। দাম একটু বেশি হওয়ায় বাজেটের বাইরে চলে যাচ্ছে। কিন্তু পরিবারের সদস্যদের তো নতুন ড্রেস দিতেই হয়।’
আল-করিম নামে আরেক ক্রেতা বলেন, ‘এবার দাম একটু বেশি। দুই বছর মার্কেটে মানুষ আসতে না পারায় এবার তার পুরোটাই উঠিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। গরমের কারণে মার্কেটে ঢোকাই দায় হয়ে পড়েছে। তাও কিনতে এসেছি।’
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘প্রতিটি মার্কেটে পুলিশ মোতায়েন আছে। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। ছিনতাই রোধে কঠোর অবস্থানে আছি।’
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। মাদারীপুরের বাজারগুলোতে সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনা। শেষ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় বাড়ায় দম ফেলার ফুরসত নেই দোকানিদের।
মাদারীপুরের পুরান বাজার, চরমুগরিয়া, মস্তফাপুর, ঘটকচরসহ অন্তত অর্ধশত শপিং মল কিছুটা দেরিতে হলেও ক্রেতা-বিক্রেতার পদচারণে মুখর হয়ে উঠেছে। রাজৈর উপজেলার টেকেরহাট, রাজৈর বাজার, কালকিনির উপজেলার ভূরঘাটা, কালকিনি পৌর মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে। একদিকে বিক্রেতারা নতুন নতুন পোশাক নিয়ে দোকান ভরপুর করছে, আর অন্যদিকে মার্কেটে ক্রেতারা ছুটছেন নিজ সাধ্যমতো পছন্দের পোশাক বাছাই করে কিনতে।
পুরানবাজারের বস্ত্র বিতানের মালিক শাহ্ আলম বলেন, ‘২০ রোজার পর থেকে কেনা বেচা একটু বাড়ছে। আর ২৫ রোজার পর সবচে বেশি কাপড়-চোপড় বেচা হচ্ছে। শিশু-কিশোরদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। যে কারণে অন্য সময়ের চেয়ে এখন বেশি ব্যস্ত সময় পার করছি।’
আরেক দোকানি বলেন, ‘পরপর দুই বছর করোনার কারণে তেমন বিক্রি হয়নি। এবার একটু ভালোই বিক্রি হচ্ছে। শেষ মুহূর্তে বিক্রি ভালো হওয়ায় বছরের অন্য সময়ের চেয়ে ভালো আছি। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। এ কারণে ক্রেতাদের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা হয়।’
ঈদের নতুন পোশাক কিনতে আসার সাইদুর রহমান বলেন, ‘ঈদে নতুন পোশাক ছাড়া ভাবাই যায় না। তাই নিজের ও পরিবার পরিজন নিয়ে নতুন পোশাক কিনতে এসেছি। দাম একটু বেশি হওয়ায় বাজেটের বাইরে চলে যাচ্ছে। কিন্তু পরিবারের সদস্যদের তো নতুন ড্রেস দিতেই হয়।’
আল-করিম নামে আরেক ক্রেতা বলেন, ‘এবার দাম একটু বেশি। দুই বছর মার্কেটে মানুষ আসতে না পারায় এবার তার পুরোটাই উঠিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। গরমের কারণে মার্কেটে ঢোকাই দায় হয়ে পড়েছে। তাও কিনতে এসেছি।’
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘প্রতিটি মার্কেটে পুলিশ মোতায়েন আছে। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। ছিনতাই রোধে কঠোর অবস্থানে আছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫