Ajker Patrika

৩০০ কম্বল বিতরণ

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৭: ১৩
৩০০ কম্বল বিতরণ

কালিহাতীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির ব্যক্তি উদ্যোগে গত রোববার রাতে কালিহাতী পৌর এলাকার কালিহাতী ইসলামিয়া এতিমখানা, বেতডোবা ও সাতুটিয়া দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে কম্বল তুলে দেন।

এদিন তিনি বৃদ্ধ, দিনমজুর, রিকশাচালক, চা বিক্রেতা ও দরিদ্র পরিবারের মধ্যে ১৩৬টি কম্বল বিতরণ করেন। তিন দিনে তিনি ৩০০ শীতার্ত মানুষকে কম্বল দিয়েছেন। আর আগে কালিহাতী পৌর এলাকা, ঝগড়মান ও রাজাফৈর এতিমখানায় তিনি এ কম্বল দিয়ে সহযোগিতা করেন।

কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দা শের আলী, আহাদুল্লাহ বলেন, ‘শীতে আমগোর মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোতে আল্লাহপাক মনিরের ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত