Ajker Patrika

তরুণীর শ্লীলতাহানি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
তরুণীর শ্লীলতাহানি  চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের বিরুদ্ধে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটিনায় থানায় একটি মামালা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

এর আগে বুধবার নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের নিজ অফিসে বসে উপজেলার একটি এলাকার এক তরুণীর সঙ্গে অশ্লীল কর্মকাণ্ডে জড়ান। এর মধ্যে অশ্লীলতার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই তরুণীর পরিবারও আতঙ্কে রয়েছে। এমনকি ওই পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও উল্লেখ করা হয়, উপজেলা চেয়ারম্যানের কাছে শিক্ষাবিষয়ক আর্থিক অনুদানের জন্য গেলে চেয়ারম্যান তাঁকে ফাঁদে ফেলে শ্লীলতাহানি করেছেন। সাধারণ মানুষ তো বটেই, দলের নেতা-কর্মীরাও আবদুল কাদেরের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ।

জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরেই মোবাইল ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান বলেন, আব্দুল কাদেরকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত