Ajker Patrika

‘পার্বত্যাঞ্চল উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
‘পার্বত্যাঞ্চল উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে উন্নয়ন বোর্ড আরও ভালোভাবে অবদান রাখতে সক্ষম হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে বীর বাহাদুর এসব কথা বলেন।

এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, পুলিশ সুপার জেরিন আখতার, উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ।

উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ হোসেন জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ছয় কোটি টাকা ব্যয়ে বান্দরবান ইউনিটের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবন নির্মাণ হলে বান্দরবানে উন্নয়ন বোর্ডের কাজে আরও গতিশীলতা আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত