Ajker Patrika

বেনাপোলে সাজাপ্রাপ্ত ৯ আসামিকে গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৬
বেনাপোলে সাজাপ্রাপ্ত ৯ আসামিকে গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেনাপোল বন্দর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন বেনাপোল বন্দর থানার রহমতপুর বারপোতা গ্রামের রাসেল, একই এলাকার আনোয়ার হোসেন, দৌলতপুর গ্রামের আব্দুল কুরবান আলী, সাদিপুর গ্রামের মহিদুল ইসলাম, দীঘিরপাড় গ্রামের এনামুল হাসান ওরফে এনামুল শেখ, ভবেরবেড় মধ্যপাড়ার রহমত আলী, গয়ড়া গ্রামের বুল হোসেন, গাতিপাড়া গ্রামের সফিকুল ইসলাম ও দিঘীরপাড় গ্রামের নাজিম উদ্দিন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা এলাকায় ফিরে অবস্থান করছেন্—মন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের অনেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত