Ajker Patrika

বাংলাদেশে আসছে ‘বল্লভপুরের রূপকথা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চলতি বছর পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা দর্শক-সমালোচকদের আলোচনায় ঘুরেফিরে এসেছে। এর মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের ‘বল্লভপুরের রূপকথা’ অন্যতম। ‘মন্দার’ সিরিজেই অনির্বাণ ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছিলেন, পরিচালক হিসেবে তিনি কতটা প্রতিভাবান।

তাই তাঁর পরিচালিত প্রথম সিনেমা নিয়ে সবার মাঝে ছিল বাড়তি আগ্রহ। ‘বল্লভপুরের রূপকথা’ ষাটের দশকে বাদল সরকারের লেখা একটি নাটক থেকে রচিত। ফরাসি পরিচালক রেনে ক্লেয়ারের ইংরেজি সিনেমা ‘ঘোস্ট গোজ ওয়েস্ট’ থেকে কাহিনির বীজ নিয়ে ‘বল্লভপুরের রূপকথা’ নাটকটি লিখেছেন বাদল সরকার। প্রায় ৭০ বছর পর সেই নাটকের চিত্রায়ণে বর্তমান সময়কেও ছুঁয়েছেন অনির্বাণ।

 কাঠামোতে যে গঠন ও গড়ন ছিল, সেটা তিনি সিনেম্যাটিকভাবে উপস্থাপন করেছেন। আবার পুরোটাই যে নাটকের সঙ্গে মিল রয়েছে, তেমন নয়। হরর কমেডি জনরার এই সিনেমার গল্পটি নতুন করে লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রতীক দত্ত। সিনেমাটিতে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নেই বললেই চলে। এরপরও সিনেমাটি দর্শকের মনে দাগ কেটেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ।

কলকাতার সাড়া জাগানো এই সিনেমা এবার আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। এ বছরের ডিসেম্বরেই দর্শক এটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের সিনেমা হলে। এমনটাই জানিয়েছে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামিনা ইসলাম জানান, বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্র বিনিময়-সংক্রান্ত আইন মেনে ‘বল্লভপুরের রূপকথা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে! তিনি আরও জানিয়েছেন, কোন সিনেমা দিয়ে বিনিময় হবে কিংবা ঠিক কবে সিনেমাটি হলের পর্দায় আসবে, পরিবেশকের দায়িত্বে কে থাকবে ইত্যাদি বিষয়ে বিশদ জানানো হবে শিগগির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত