Ajker Patrika

দুপক্ষের সংঘর্ষে জেলা বিএনপির সভা পণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ০৭
দুপক্ষের সংঘর্ষে জেলা বিএনপির সভা পণ্ড

২২ জানুয়ারির জনসভাকে সফল করতে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা দুপক্ষের সংঘর্ষে পণ্ড হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের লেকভিউ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, শহরের লেকভিউ সম্মেলন কক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা চলছিল। দেশব্যাপী জেলায় জেলায় ২২ জানুয়ারির জনসভা সফল করার জন্য যুবদলের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা হচ্ছিল। কিন্তু অধিকাংশ বক্তার বক্তব্যে ঘুরে-ফিরে সম্প্রতি ফাঁস হওয়া জেলা বিএনপির সদস্যসচিব আবদুল আলিম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমেদ মানিকের অডিও ফোনালাপের বিষয়টি সামনে আসে।

এ নিয়ে প্রস্তুতি সভায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। এরই মধ্যে আবদুল আলিমের গাড়ি চালক ইসমাইল হোসেন নীরবের বেফাঁস আক্রমণাত্মক বক্তব্য উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। শুরু হয় ধাক্কা-ধাক্কি, মারপিট ও পাল্টাপাল্টি ধাওয়া। মুহূর্তেই ব্যাপক ভীতিকর পরিস্থিতি তৈরি হয় লেকভিউ এলাকায়। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমেদ মানিক জানান, সদস্যসচিব আবদুল আলিমকে আমি সম্মান করি। কিছুদিন আগে তুচ্ছ একটা ঘটনায় তিনি আমাকে গালাগালি করেছেন, সেটা সভ্য আচরণের পর্যায়ে পড়েনা। এর ফলেই প্রস্তুতি সভায় এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপির সদস্যসচিব চেয়ারম্যান আবদুল আলিমকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জানান, গণমাধ্যমে আসার মত তেমন কিছু হয়নি। নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত