Ajker Patrika

জীবননগরে আজ নতুন বই পাবে শিক্ষার্থীরা

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ০১
জীবননগরে আজ নতুন বই পাবে শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা বই বিতরণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা এসব নতুন বই বুঝে নিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,৩ য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সব বই চাহিদা অনুযায়ী শতভাগ পাওয়া গেছে। সব বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে। ১ম ও ২য় শ্রেণির বই এখনো পাওয়া যায়নি। উপজেলায় ৭১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও এনজিও স্কুল ২৯টি রয়েছে। মোট ১০০টি বিদ্যালয়ে বই পাঠানো হয়েছে।

বই নিতে আসা কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দরুদ আলী বলেন, ‘তিনটি ক্লাসের সব বই পেয়েছি। আজ শনিবার নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, ‘৩য় থেকে ৫ম শ্রেণির বই শতভাগ বিতরণ করা হয়েছে। ১ম ও ২য় শ্রেণির বই পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা স্কুলগুলোতে পৌঁছে দেব।’ তিনি আরও জানান, এবার বই উৎসব হবে না। তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত