Ajker Patrika

১৬ বছরের অপেক্ষা শেষ হবে ২৯ জুন

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
আপডেট : ২৬ জুন ২০২২, ১৩: ৩০
Thumbnail image

ঈশ্বরগঞ্জের রাজনীতিতে এখন আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৯ জুন আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে পদপ্রত্যাশী নেতা-কর্মীসহ তৃণমূল পর্যায়েও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দাবিদার আছেন অন্তত এক ডজন। নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ২০০৩ সালে সম্মেলনের পর ২০০৬ সালে আবার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজও হয়নি সেই সম্মেলন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য আবদুছ ছাত্তার ও সাধারণ সম্পাদক পদ পান আবদুল হেকিম। ২০১৫ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হওয়ায় আবদুছ ছাত্তারকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়তে হয়।

এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম বুলবুল।

২০২১ সালের ২২ জানুয়ারি মারা যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম। এরপর থেকে দলীয় এই পদটি শূন্য রয়েছে।

দীর্ঘ ১৯ বছর পর আলোর মুখ দেখবে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি। ২৯ জুন সম্মেলন ঘিরে পদ-পদবি পেতে মরিয়া সাবেক ও বর্তমান অনেক নেতা। ইতিমধ্যে অনেকে কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন কাঙ্ক্ষিত পদ পেতে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসার জন্য একাধিক নেতার নামও শোনা যাচ্ছে জোরেশোরে।

সভাপতি হতে চান মাহমুদ হাসান সুমন। তাঁর সঙ্গে দৌড়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল ইসলাম তারেক।

সাধারণ সম্পাদক পদে জন্য উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক একেএম হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল মন্ডল, ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ মিলনের নাম শোনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, এখন পর্যন্ত কেন্দ্রীয় এবং জেলার নেতাদের সিদ্ধান্ত মোতাবেক ২৯ জুন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে তাঁদের সিদ্ধান্তেই তারিখ পরিবর্তন হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত