Ajker Patrika

কার হাতে উঠবে বিশ্বকাপ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫: ০৮
কার হাতে উঠবে বিশ্বকাপ

এক মাস ধরে চলা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হচ্ছে আজ। ব্রাজিল আগেই বিদায় নেওয়ার কারণে বাংলাদেশে বিশ্বকাপের আমেজটা এখন অনেকটাই আর্জেন্টিনাময়। দেশের তারকাদের চাওয়া এবার বিশ্বকাপের ট্রফিটা উঠুক ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে। রাতেই জানা যাবে আর্জেন্টিনা নাকি ফ্রান্স, কার ঘরে যাচ্ছে শিরোপা!

জাহিদ হাসানশিরোপা উঁচিয়ে ধরবে মেসিরা
জাহিদ হাসান, অভিনেতা
প্রথম ম্যাচে হারার পর আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা প্রশংসার দাবিদার। নিজেদের সেরাটা দিয়েই ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচেও শিরোপা উঁচিয়ে ধরবে মেসিরা। সেই প্রত্যাশাই করছি। ২০১৪ সালে না পারলেও এবার বিশ্বকাপ জয়ের আনন্দে আর্জেন্টিনা সমর্থকদের ভাসাবেন।

শারমিন সুলতানা সুমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে
শারমিন সুলতানা সুমি, সংগীতশিল্পী
আমি সারা জীবন বেশ আয়োজন করে খেলা দেখি। এবারও অফিসে বসে সবাইকে নিয়ে খেলা দেখছি। আমরা পাঁচ বোন আর্জেন্টিনার সাপোর্টার। বাবা ও দুই ভাই ব্রাজিলের। আর্জেন্টিনা আমার ছোটবেলার প্রেম বা জীবনের প্রথম প্রেমের মতো। এখন আর্জেন্টিনা দল মাঠে যদি খারাপও খেলে, তবু ভুলতে পারি না। আর মেসিকে এবার অনেক পরিণত মনে হয়েছে। নেতৃত্বের জায়গা থেকে যেভাবে দূরদর্শী, শান্তশিষ্ট, সহযোগিতাপরায়ণ হতে হয় সেটা তিনি পুরোপুরি পালন করছেন। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমার বিশ্বাস, আর্জেন্টিনা জিতবে।

পূজা চেরিএবার আর মিস হবে না
পূজা চেরি, অভিনেত্রী
আমি এবার আশাবাদী। মেসি তার জাদুতে ফ্রান্সকে হারিয়ে কাপ জিতবে। এবার আর মিস হবে না। বহুদিন ধরে আর্জেন্টাইন ভক্তদের যে শিরোপার ক্ষুধা, সেটা এবার মেটাবে এই দল। মেসি ও আর্জেন্টিনার জন্য শুভকামনা এবং অগ্রিম অভিনন্দন।

ফেরদৌসফাইনালেও মুগ্ধ করবে মেসি
ফেরদৌস, অভিনেতা
শিরোপা থেকে এক হাত দূরে রয়েছে প্রিয় দল আর্জেন্টিনা। দল হিসেবে তাঁরা যেভাবে খেলছে মনে হচ্ছে আর্জেন্টিনার শিরোপা-খরা ঘুচবে এবার। এ ছাড়া মেসি পুরো বিশ্বকাপজুড়ে যে পারফর্ম করছে, সেটা অবিশ্বাস্য। আশা করছি ফাইনালেও ফুটবলপ্রেমীদের মুগ্ধ করবে মেসি। আমার বিশ্বাস, এবারের ফুটবল বিশ্বকাপ মেসির হাতেই উঠবে।

নিরবআত্মবিশ্বাস দেখতে পাচ্ছি
নিরব, চিত্রনায়ক
আর্জেন্টিনার খেলার মধ্যে ভিন্ন কিছু রয়েছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। মেসি তো দুর্দান্ত খেলে। সব মিলিয়েই আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে। এবার দলটির মাঝে যে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি, তাতে ফাইনালে কোনো প্রতিপক্ষকেই 
বাধা মনে করবে না তারা। আশা করছি, মেসির হাতেই উঠবে এবারের বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত