Ajker Patrika

মোল্লাহাটে ফ্রিল্যান্সিং ও ইংরেজি প্রশিক্ষণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৫৬
মোল্লাহাটে ফ্রিল্যান্সিং ও ইংরেজি প্রশিক্ষণ

মোল্লাহাটে ‘আলোকিত ও মানবিক মোল্লাহাট’ গড়ে তোলার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং ও ইংরেজি প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ক্লাসে বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন।

বাগেরহাটের মোল্লাহাটকে আলোকিত ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলার ৩ শত বেকার যুবক-যুবতীকে নিয়ে ফ্রিল্যান্সিং ও ইংরেজি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেন আলোকিত ও মানবিক মোল্লাহাটের পরিকল্পনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন।

এ বিষয়ে ইউএনও মো. ওয়াহিদ হোসেন বলেন, ‘এ উপজেলায় দক্ষ ফ্রিল্যান্সিং ও ইংরেজি প্রশিক্ষক না থাকায় নিজেই বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ শুরু করেছি। বাংলাদেশে বর্তমানে ৬ লাখ যুবক-যুবতী ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত। তাঁরা বছরে প্রায় ১০ কোটি মার্কিন ডলার আয় করেন। কিন্তু মোল্লাহাটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ অনেক চেষ্টার পরও এ উপজেলায় কোনো ফ্রিল্যান্সার তৈরি করতে পারেনি। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী  শিক্ষার্থী সজীব কুমার সরকার বলেন, ‘উপজেলা প্রশাসনের আয়োজনে বিনা মূল্যে এমন সুন্দর একটা প্রশিক্ষণের সুযোগ পেয়েছি। আমরা ইউএনওর প্রতি কৃতজ্ঞ এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’ 
কলেজ পড়ুয়া শিক্ষার্থী রাফিনা ইসলাম বর্ষা বলেন, ‘আমি একাদশ শ্রেণির ছাত্রী। বর্তমানে আমার পড়াশোনার তেমন কোনো চাপ নেই। এই সুযোগে যদি বিনা মূল্যে ফ্রিল্যান্সিং ও ইংরেজি শেখার প্রশিক্ষণ নিতে পারি তাহলে উপকৃত হব। অনলাইনে টাকা রোজগার করে বেকারত্ব 
ঘোচাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত