Ajker Patrika

মহাসড়কে লেগুনা স্ট্যান্ড, ভোগান্তি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৬
মহাসড়কে লেগুনা স্ট্যান্ড, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে লেগুনা স্ট্যান্ড বসানোর খবর পাওয়া গেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়ছেন অন্যান্য যানবাহনের চালকরা।

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে মহাসড়কের মধ্য স্থানে বসানো হয়েছে অবৈধ লেগুনা স্ট্যান্ড। সেই স্ট্যান্ডে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে বহু লেগুনা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অন্যান্য গাড়ির চালকদের।

হাসমত আলী নামে এক পিক-আপ চালক জানান, নিয়মিত এ রুটে যাতায়াত করি। কিন্তু মহাসড়কের মধ্যে লেগুনা স্ট্যান্ড থাকায় যানজট সৃষ্টি হয়।

মালেক নামে এক ট্রাক চালক বলেন, ‘মহাসড়কে লেগুনা স্ট্যান্ড থাকায় বড় গাড়িগুলো চলতে সমস্যা হয়।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা প্রতিদিন মহাসড়কে টহল দিচ্ছি। অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত