Ajker Patrika
সাক্ষাৎকার

বিবিসিতে আসিফ আকবর

বিবিসিতে আসিফ আকবর

যুক্তরাজ্যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আকবর। বিবিসির লন্ডন হেডকোয়ার্টারে ‘দ্য নাদিয়া আলী শো’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন এই সংগীতশিল্পী। খবরটি জানিয়ে গতকাল ফেসবুকে আসিফ লেখেন, ‘শৈশবে তিন ব্যান্ডের রেডিও টিউন করে আব্বাকে বিবিসি ওয়ার্ল্ডের খবর শোনাতাম। আজকে গেলাম বিবিসি ওয়ার্ল্ডের লন্ডন হেডকোয়ার্টারে, অ্যাটেন্ড করেছি দ্য নাদিয়া আলী শোতে। নাদিয়া আলী বাংলাদেশের মেয়ে। বিবিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমাদের গর্ব। বাংলা ইংরেজি মিলিয়ে ককটেল ইন্টারভিউ দিলাম। বিবিসিতে সময়টা ছিল বেশ উপভোগ্য।’

আসিফ লন্ডনে গেছেন তাঁর নতুন গান ‘চিরদিনের জীবন সঙ্গিনী’র প্রকাশনা অনুষ্ঠানে। ১৫ মে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি হলে হয় অনুষ্ঠান। ব্রিটিশ পার্লামেন্ট হাউসের কমিটি হলে এই প্রথম কোনো বাংলাদেশি গায়কের গান উন্মুক্ত হলো। দ্বৈত গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের অনুরাধা পাড়োয়াল। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন ইংল্যান্ডের সাবা বশির। চিরদিনের জীবন সঙ্গিনী গানটি শোনা যাচ্ছে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

আজ লন্ডন থেকে দেশে ফেরার কথা আসিফের। ফিরেই অংশ নেবেন তাঁর সলো ‘দ্য লাস্ট ডন’ গানের শুটিংয়ে। পরিচালনা করবেন সৈকত নাসির। দ্য লাস্ট ডন গানটি গত এপ্রিলে আসিফ রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানের স্টুডিওতে। সে সময় প্রথমবার বলিউড সিনেমায় প্লেব্যাক করেন আসিফ। প্রযোজনা প্রতিষ্ঠানের বিধি-নিষেধ থাকায় সিনেমার নাম জানাননি শিল্পী।  

দ্য লাস্ট ডন গানের শুটিং শেষে ২৫ মে আবারও মুম্বাই উড়াল দেবেন আসিফ। জানা গেছে, এবার তিনি মুম্বাই যাবেন আরও একটি বলিউড সিনেমায় প্লেব্যাকের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...